আবনা ডেস্ক : ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জওফ প্রদেশে সৌদি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ১৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ (সোমাবার) ইয়েমেনের আল -খোব এবং আল-শাগাব শহরে সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় এসব ব্যক্তি নিহত হয়। নিহতের মধ্যে ছয় নারী এবং চার শিশু রয়েছে বলে ‘আল –মাসিরা’ টেলিভিশন জানিয়েছে।
এর আগে, আজ ভোরে সৌদি বাহিনী ইয়েমেনের আল- হুদাইদা শহরের পশ্চিম অংশে বোমা বর্ষণ করে। এছাড়া, ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের হিদান ও সাহার শহরেও সৌদি বাহিনী বোমা বর্ষণ করেছে। সৌদি জঙ্গি বিমান ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চীয় ইব প্রদেশের প্রাচীন শহর আল-জাবলেতেও হামলা চালিয়েছে।
এদিকে, সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের সেনাবাহিনীর পাল্টা হামলায় সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশের সীমান্তে দুই সৌদি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।#
source : abna