বাঙ্গালী
Sunday 24th of November 2024
0
نفر 0

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহত, বর্ষপূর্তিতে পুনরাবৃত্তি

আবনা ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস কাউন্টির ফার্গুসন শহরে বুধবার আবারও কৃষ্ণাঙ্গ যুবককে হত্যা করেছে পুলিশ। গত বছর ফার্গুসনেই মাইকেল ব্রাউন নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক পুলিশের গুলিতে নিহত হবার ১ বছর পূর্তি ঘনিয়ে আসার মধ্যে একই
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহত, বর্ষপূর্তিতে পুনরাবৃত্তি

আবনা ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস কাউন্টির ফার্গুসন শহরে বুধবার আবারও কৃষ্ণাঙ্গ যুবককে হত্যা করেছে পুলিশ। গত বছর ফার্গুসনেই মাইকেল ব্রাউন নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক পুলিশের গুলিতে নিহত হবার ১ বছর পূর্তি ঘনিয়ে আসার মধ্যে একই ধরণের এ ঘটনাটি ঘটলো। এছাড়া ঠিক ১ বছর আগে এ দিনেই পুলিশের গুলিতে নিহত হয়েছিল আরেক কৃষ্ণাঙ্গ যুবক কেজিয়েমে পাওয়েল। এর ১ সপ্তাহ পর ফার্গুসনে নির্মমভাবে মাইকেল ব্রাউন নিহত হবার পর শহরটি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। গত বছর সেটি ছিল পুলিশের হাতে তৃতীয় কৃষ্ণাঙ্গ নিহত হবার ঘটনা। নতুন করে এবার মনসুর বল-বে নামে এক কৃষ্ণাঙ্গ হত্যার পর ফার্গুসন আবারও উত্তপ্ত হয়ে উঠছে। এ খবর দিয়েছে হাফিংটন পোস্ট। এমনিতেই গত বছর কেজিয়েমে পাওয়েল হত্যার বর্ষপূর্তি ও মাইকেল ব্রাউন হত্যার বর্ষপূর্তি ঘনিয়ে আসার মধ্যে বিক্ষোভ করছিলেন প্রতিবাদকারীরা। এমন সময়ই নতুন করে আরেক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা যেন আগুনে ঘি ঢেলেছে। বুধবার সকালে কর্তৃপক্ষ পরোয়ানা অনুযায়ী ১টি ঘরে অনুসন্ধান করতে গেলে ২ ব্যাক্তি পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ প্রধান স্যাম ডটসন ও সেইন্ট লুইস পুলিশ বিভাগ বলেছে, পুলিশ কর্মকর্তারা উভয় সশস্ত্র ব্যাক্তিকে তাদের অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেয়। কিন্তু এদের একজন তার পরিবর্তে গুলি করতে উদ্যত হলে সঙ্গেসঙ্গেই তাকে গুলি করে পুলিশ। এরপর উভয় সন্দেহভাজনই দৌঁড়ে পালাবার চেষ্টা করে। তবে গুলিবিদ্ধ লোকটি কিছুক্ষণ পরই মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ নিহত এ কৃষ্ণাঙ্গ ব্যাক্তিকে ১৮ বছর বয়সী মনসুর বল-বে নামে চিহ্নিত করেছে। অপর পালিয়ে যাওয়া সন্দেহভাজনও কৃষ্ণাঙ্গ ও কাছাকাছি বয়সের। পুলিশ প্রধান ডটসন ওই এলাকাকে ‘অপরাধের আখড়া’ হিসেবে আখ্যায়িত করে বলেন, নিহত সন্দেহভাজন ব্যাক্তিটির হাতের অস্ত্রটি ছিল চুরি করা। তিনি বলেন, এর আগে অনেককেই কারাগারে ঢুকানো হয়েছে দুর্ঘটনা ছাড়াই। কিন্তু এ ২ সন্দেহভাজনকে আটক করতে গিয়েই বিপত্তি বাঁধে। তাদের ঘরের ভেতর আরও বন্দুক ও কোকেইন পেয়েছে পুলিশ। এর মধ্যে অন্তত ৩টি বন্দুক চুরি করা। সেইন্ট লুইস পুলিশ বিভাগ বলেছে, যে ২ পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন মনসুরের দিকে গুলি ছুঁড়ে, তারা উভয়েই শ্বেতাঙ্গ। উভয়ই পুলিশে প্রায় ৭ বছর ধরে চাকরি করেছেন। এ ঘটনার পর তাদের ছুটি দেয়া হয়েছে।
তবে নতুন এ হত্যার ঘটনায় নতুন তীব্রতায় বিক্ষোভে ফেটে পড়েছে ফার্গুসন। প্রতিবাদকারীদের ঠেকাতে ডজন ডজন পুলিশ মোতায়েন করা হয়েছে। একটি গাড়িতে আগুণ ধরিয়ে দেয়া হয়েছে। এছাড়া পাশের একটি বাড়িতে আগুণ ধরার খবরও পাওয়া গেছে। বেশ বিশৃঙ্খলাপূর্ন বিক্ষোভ থেকে ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে গাড়ি চলাচলে বাধা ও অপরজনের বিরুদ্ধে গ্রেপ্তার করতে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কেজিয়েমে পাওয়েলের নিহত হবার বর্ষপূর্তিতে প্রতিবাদকারীরা জড়ো হচ্ছিলেন ফার্গুসনে। এ সময়েই মনসুরের হত্যাকা- ঘটলো। গত বছরের ১৯ আগস্ট পাওয়েল নিহত হয়েছিলেন। এর ঠিক এক সপ্তাহ আগে মাইকেল ব্রাউন নামে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয় ড্যারেন উইলসন নামে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে। কেজিয়েমে পাওয়েলের মৃত্যুর বর্ষপূর্তিতে আয়োজিত প্রতিবাদ সভার আয়োজক কায়লা রিড বলেন, আমি মনে করি সেইন্ট লুইস এলাকাকেই এসব ঘটনার জন্য বেছে নেয়া হয়েছে। কেননা, এ অঞ্চলে ব্যাপক বর্ণবাদী বিভাজন রয়েছে। তার এ মন্তব্যের কয়েক মিনিট পরই মনসুর বল-বে নিহত হয়। এরপর কায়লা রিড ও তার দল নতুন করে সেইন্ট লুইস কাউন্টি কৌঁসুলি জেনিফার জয়েসের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে আরও প্রতিবাদকারীরা শামিল হন। তাদের সবার মুখে ও হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ব্ল্যাক লাইভস ম্যাটার, অর্থাৎ কৃষ্ণাঙ্গ জীবনেরও দাম আছে।#


source : abna
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইয়েমেনে সৌদি বিমান হামলা; ৯ ...
ইসলামী বিপ্লব ইরানকে আত্মপরিচয় ও ...
বৃটিশ প্রধানমন্ত্রী, স্পিকারকে ...
আবুধাবিতে ইসলামি শিল্প ও ...
গাড়িবোমা হামলা: অল্পের জন্য ...
ইসরাইল-বিরোধী সংগ্রাম জোরদারের ...
সৌদি বাদশার দেখা পেলেন না নওয়াজ
আনকারায় আবারো ভয়াবহ বিস্ফোরণ (ছবি)
ভবিষ্যত যুদ্ধে ইসরাইলের কোনো অংশ ...
নিমরের মৃত্যুদণ্ডের প্রতিবাদে ...

 
user comment