আবনা ডেস্ক : ইয়েমেনেরে এক ডজনেরও বেশি রাজনৈতিক দল সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।
গতকাল (সোমবার) আনসারুল্লাহ’র নেতা আব্দুল মালিক আল-হুথির প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের ১৬টি রাজনৈতিক দল একটি বিবৃতি প্রকাশ করেছে। সৌদি বাহিনীর বর্বরোচিত ও নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ‘কৌশলগত নীতি’ অবলম্বন করার জন্য তারা হুথি আন্দোলনের প্রতি আহ্বান জানায়।
এছাড়া, আল কায়েদার সঙ্গে জড়িত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এবং পলাতক সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির অনুগত সন্ত্রাসীদের বিরুদ্ধে তুমূল লড়াই চালিয়ে যাওয়া ইয়েমেনের সামরিক বাহিনী এবং জনপ্রিয় কমিটির পাশাপাশি হুথি যোদ্ধাদের প্রতিও সমর্থন জানায় এসব রাজনৈতিক দল।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল মেসামির শহরে সৌদি আগ্রাসী বাহিনী তিনবার বোমা বর্ষণ করার একই দিনে এসব রাজনৈতিক দলের পক্ষ থেকে বিবৃতি আসল।
এছাড়া, সৌদি জঙ্গি বিমান রাজধানী সানার ১১০ কিলোমিটার উত্তরে অবস্থিত আল জোওফ প্রদেশের মাতাম্মা শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বোমা বর্ষণ করেছে।
অন্যদিকে, জনপ্রিয় কমিটির সহযোগিতায় ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে অবস্থিত আল রাদিফ এবং আল-খুজারা সামরিক ঘাঁটিতে ২২বার রকেট নিক্ষেপ করেছে।#
source : abna