আবনা ডেস্ক : নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে কবির হোসেন (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে নির্যাতন চালিয়ে হত্যা করে বিলের পানিতে ফেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
হত্যাকান্ডের দুই দিন পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি ভারতের অভ্যন্তরে বিলের পানিতে ভেসে উঠে।
লাশটি বর্তমানে ২৩৮নং মেইন পিলারের জিরো পয়েন্টে বিলের পানিতে ভাসছে।
নিহত কাবির হোসেন সাপাহার উপজেলার কলমুডাঙ্গা বলিহার গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
নওগাঁর ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল রফিকুল হাসান জানান, মঙ্গলবার ৩ জনের একটি দল বাংলাদেশ থেকে গরু আনতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে তারা ওই দিনই বাংলাদেশে ফেরত আসলেও নিখোঁজ থাকে কবির হোসেন।
তার সাথে ভারতে যারা গিয়েছিল তারা জানান, সে ভারতের অভ্যন্তরে ৩১ বিএসএফের আদাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ এর হাতে আটক হয়।
দুই দিন পর আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৮ নং জিরো পয়েন্টেরে কাছে ভারতের অভ্যন্তরে একটি লাশ ভেসে উঠে।
ধারণা করা হচ্ছে, লাশটি নিখোঁজ বাংলাদেশি গরু ব্যবসায়ী কবির হোসেনের।
তিনি আরও জানান, এ ব্যাপারে বাংলাদেশের ১৪ বিজিবির কলমুডাঙ্গা কোম্পানী কমান্ডারের পক্ষ থেকে ৩১ বিএসএফের আদাডাঙ্গা ক্যাম্পে লাশ উদ্ধার করে সনাক্ত করার জন্য চিঠি দেওয়া হয়েছে।
লাশ বাংলাদেশি গরু ব্যবসায়ীর হলে অতি সত্তর ফেরত দেওয়া এবং সীমান্ত হত্যাকা- বন্ধের ব্যাপারে ব্যাটালিয়ন পর্যায়ে জোড়ালো প্রতিবাদ জানিয়েও চিঠি দেওয়া হবে বলে জানানো হয়।#
source : abna