আবনা ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনি জনগণ বিশেষ করে শিশুদের ওপর বর্বরোচিত এবং অমানবিক হামলার চালানোর মধ্য দিয়ে চরম কুখ্যাতি অর্জন করেছে। শুক্রবার প্রকাশিত ভিডিও ফুটেজে ইসরাইলি সেনাদের এ বর্বরতার দৃশ্য আবারো ফুটে উঠেছে। একইসঙ্গে ফিলিস্তিনি নারীদের দুর্জয় সাহসিকতার গাঁথা হয়ে উঠেছে এই ভিডিওটি। তেল আবিবের অমানবিক ও পৈশাচিক আচরণের মুখেও নির্যাতিত ফিলিস্তিনের বীর নারীরা মাথানত করতে জানে না। নিজেদের অধিকার ছিনিয়ে আনতে প্রতিশ্রুতিবন্ধ এ সব বীর নারী।
গতকাল পশ্চিমতীরের রামাল্লা’র কাছাকাছি নাবি সালেহ গ্রামের কাছে ইহুদিবাদীদের অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করে অধিকৃত ফিলিস্তিনের ক্ষুব্ধ মানুষজন। ভিডিও-তে দেখা যাচ্ছে, এ বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের সময় হাতভাঙ্গা একটি ফিলিস্তিনি শিশুর উপর চড়াও হয় ইসরাইলের এক সশস্ত্র সেনা। নির্মমভাবে হাত মুচড়ে শিশুটিকে পাথরে চেপে ধরে ইহুদিবাদী সেনাটি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ফিলিস্তিনি নারীরা শিশুটিকে রক্ষায় ছুটে যান। তারা ঝাঁপিয়ে পড়েন ইহুদিবাদী সেনার উপর। শিশুটিকে মুক্ত করার প্রাণান্ত চেষ্টার অংশ হিসেবে সেনাটির হাতে কামড় বসায় এক ফিলিস্তিনি কিশোরী। সেনাটি নির্মমভাবে কিশোরীর গাল চেপে ধরার চেষ্টা করে। কিন্তু ফিলিস্তিনি নারীদের আক্রমণের মুখে দিশেহারা শেষ পর্যন্ত পালিয়ে বাঁচে ইহুদিবাদী সেনাটি।
১৯৬৭ সালে দখলের পর থেকে আল-কুদস (বায়তুল মোকাদ্দেসের)’এর পূর্বাঞ্চলে ১২০টি বেশি অবৈধ বসতি নির্মাণ করেছে ইহুদিবাদী ইসরাইল। এতে বসবাস করছে ১২ কোটির বেশি ইহুদিবাদী।#
source : abna