আবনা ডেস্ক : এবার চার সন্তান নিয়ে এক ব্রিটিশ তরুণীর আইএসআইএলে যোগ দিতে ঘর ছাড়ার খবর পাওয়া গেছে।
ডেইলি মেইল ও টেলিগ্রাফ জানায়, জাহেরা তারিক নামের ৩৩ বয়সী ওই যুবতি মঙ্গলবার তার চার সন্তানকে নিয়ে আমসটারডামের উদ্দেশ্যে একটি বিমানে লন্ডন ত্যাগ করেন।
তিনি তার স্বামীকেও এ ব্যাপারে কিছু জানাননি।
আশঙ্কা করা হচ্ছে, আমসটারডাম থেকে তুরস্ক হয়ে তিনি সিরিয়ায় আইএসআইএলে যোগ দেবেন। জাহেরা পূর্ব লন্ডনের ওয়ালথামস্টোর বাসিন্দা। তবে এখনো তিনি সিরিয়ায় পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।
জাহেরার স্বামী ইয়াসির মাহমুদ (৪২) বুধবার তার স্ত্রী ও চার সন্তানের নিখোঁজ হওয়ার খবর গোয়েন্দাদের জানালে সিসিটিভির ফুটেজে তাদের বিমানবন্দর ত্যাগ করতে দেখা যায়।
জাহেরাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
জাহেরা দম্পতির তিনটি ছেলে- মুহাম্মদ (১২, আমার (১১), আদিদ (৪) এবং কন্যা সাফিয়াকে (৯) পশ্চিমা পোশাকে বিমানবন্দরে দেখা গেছে।
উল্লেখ্য, এর আগেও বহু ব্রিটিশ নারী ও তরুণী সন্ত্রাসী সংগঠন আইএসআইএলে যোগ দিতে ব্রিটেন ছেড়েছে।
source : abna