সেপ্টেম্বর (রেডিও তেহরান): জার্মানিতে প্রতি ঘণ্টায় ১০০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশ করছে। আজ (বুধবার) সকালের দিকে জার্মানির মিউনিখ শহরে এ ঘটনা ঘটেছে।
জার্মানির ফেডারেল পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত প্রতি ঘণ্টায় গড়ে ১০৯ জন অবৈধ অভিবাসন প্রত্যাশী জার্মানিতে ঢুকেছে। মঙ্গলবার জার্মানিতে পৌঁছেছে মোট ৩,৭০৯ জন। সাম্প্রতিক দিনগুলোতে প্রতিদিন যে সংখ্যায় অভিবাসন প্রত্যাশী ঢুকছে তার চেয়ে এটি ছিল দ্বিগুণ। হাঙ্গেরি ও অস্ট্রিয়া থেকে ট্রেনে করে মিউনিখ শহরেই বেশি লোকজন যাচ্ছে বলে জানিয়েছে ফেডারেল পুলিশ।
জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে জনবহুল ও বড় অর্থনীতির দেশ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে উদ্বাস্তু প্রবেশের ঢল নেমেছে। চলতি বছর এ পর্যন্ত এক লাখ ২৫ হাজার অভিবাসন প্রত্যাশী জার্মানিতে ঢুকেছে বলে দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ। গত বছর জার্মানতে অবৈধ অভিবাসী ঢুকেছে ৫৭,০০০।#
source : irib.ir