আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গতকাল (রোববার, ১২ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সৈন্যদের ইয়েমেন অভ্যন্তরে পরিচালিত হামলায় সৌদি আরবের ৫ ও সংযুক্ত আরব আমিরাতের ১ সৈন্য নিহত হয়েছে। এ অভিযানে নিহতদের মাঝে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বাহরাইন ও কাতারের সৈন্যরাও রয়েছে। এ সময় তাদের সাথে থাকা অস্ত্র ধ্বংস বা জব্দ করেছে ইয়েমেন বাহিনী।
‘মাআরেব’ অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের এক সৈন্য নিহত হওয়ার কথা উল্লেখ করে আরো বলা হয়েছে : এ অভিযানে আরব জোট বাহিনীর ১১ জন সৈন্যকে আটক করা হয়েছে; যাদের অধিকাংশই সংযুক্ত আরব আমিরাতের।
এদিকে, ইয়েমেন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী দ্বারা গঠিত ইয়েমেন বাহিনী ‘রুবুয়া’ অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ‘মাআরেব’ ও ‘নাজরান’ অঞ্চলে সৌদি জোট বাহিনীর তীব্র হামলাকে রুখে দিয়েছে তারা।
বলাবাহুল্য, সৌদি জোট বাহিনী বেশ কিছুদিন পূর্বে ইয়েমেন অভ্যন্তরে স্থল হামলা শুরু করে। অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত এ বাহিনী ইয়েমেনিদের মোকাবেলায় এ নাগাদ চরমভাবে ব্যর্থ হয়েছে।#
source : abna