আবনা ডেস্ক : আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে মুসলিম বিরোধী বিদ্বেষ ছড়ানোর জন্য একটি বন্দুকের দোকানে বিশেষ ছাড় দেয়া হয়েছে।
দোকান মালিক অ্যান্ডু হ্যালিনান ঘোষণা করেছেন, আমেরিকায় নাইন ইলেভেনের বার্ষিকীতে তিনি প্রতিটি বন্দুকের ওপর ২৫ ডলার ছাড় দিচ্ছেন।
তিনি আরো বলেছেন, ইসলাম-বিরোধী লড়াইয়ে সব মার্কিন নাগরিকের কাছে অস্ত্র থাকা জরুরি। এজন্য তিনি প্রতিটি বন্দুকে ২৫ ডলার ছাড় দিচ্ছেন এবং শধুমাত্র কোড হিসেবে ‘মুসলিম’ শব্দটি ব্যবহার করে যারা অস্ত্র কেনার আবেদন করবে তারাই এ ছাড়ের সুবিধা পাবে।
হ্যালিনান টুইটারে ঘোষণা দিয়েছেন, যেসব ক্রেতা ‘মুসলিম’ শব্দটি কোড হিসেবে ব্যবহার করে অনলাইনে অস্ত্রের অর্ডার করবে তাদেরকে বন্দুকের ওপর ছাড়া দেয়ার পাশাপাশি কার ওয়াশ ও মদ পানের ব্যবস্থা করা হবে।
সমালোচনাকারীরা বলছেন, নাইন-ইলেভেনের নাম করে মুসলিম বিদ্বেষী হ্যালিনান ‘ঘৃণিত লাভ’ হাতিয়ে নেয়ার চেষ্টা করছেন।
এর আগে, গত জুলাই মাসে হ্যালিনান তার বন্দুকের দোকানকে ‘মুসলমান মুক্ত এলাকা’ ঘোষণা করেছিলেনে। সে সময় তিনি তার সম্প্রদায়ের লোকজনকে অস্ত্র কেনার বিষয়ে উৎসাহিত করার জন্য বিনা মূল্যে প্রশিক্ষণ দেয়ার ঘোষণা দেন।
এ ঘটনার প্রতিবাদে আমেরিকায় মুসলমানদের সংগঠন ‘দ্যা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’ অ্যান্ড্রু হ্যালিনানের বিরুদ্ধে একটি মামলা করেছিল।
মামলার আর্জিতে অভিযোগ করা হয়, হ্যালিনান মার্কিন মুসলমানদের সঙ্গে বৈষম্য করছেন, অথচ মুসলমানদেরও পছন্দ করে অস্ত্র কেনার অধিকার রয়েছে।#
source : abna