আবনা ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি তার দেশকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার প্রতীক বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খুতবায় বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান শক্তিশালী প্রতিবেশী হিসেবে সব সময় এ অঞ্চলের দেশগুলোর পাশে থাকবে।
নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে জোরেসোরে ইরান-আতঙ্ক ছড়িয়ে দেয়ার তৎপরতা শুরু হয়েছে বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ খাতামি। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর জানা উচিত, আমেরিকা কেবল এসব দেশের সরকারকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। যেদিন আমেরিকার প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন ওয়াশিংটন ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের মতো মধ্যপ্রাচ্যের বর্তমান শাসকদেরও ছুঁড়ে ফেলে দেবে।
মার্কিন সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোকে খণ্ডবিখণ্ড করে ফেলতে চায় বলে হুঁশিয়ার করে দেন তেহরানের জুমার নামাজের খতীব। তিনি বলেন, আমেরিকার এই ষড়যন্ত্রের ব্যাপারে এ অঞ্চলের প্রতিটি দেশকে সজাগ থাকতে হবে।
সাইয়্যেদ আহমাদ খাতামি বলেন, ইরান না থাকলে এতদিন ইরাক, সিরিয়া ও লেবাননে সরকার গঠন করত উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় বিমান উড্ডয়নমুক্ত এলাকা ঘোষণা করার যে চেষ্টা করছে তার উদ্দেশ্য শরণার্থীদের আশ্রয় দেয়া নয় বরং সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে দেশটিকে টুকরো টুকরো করে ফেলা। সিরিয়াকে বিভক্ত করার পশ্চিমা ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও তিনি উল্লেখ করেন।#