আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারবিরোধী একটি শান্তিপূর্ণ সমাবেশে এই বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলে ‘রাজব তায়েব এর্দোগান’ ও ‘দাউদ উগলু’র যুদ্ধ বিষয়ক নীতির বিরুদ্ধে সমবেত হয়েছিল তুরস্কের ডক্টরস্ ইউনিয়ন, প্রকৌশলী ইউনিয়ন, আর্কিটেক্ট ইউনিয়ন ও শ্রমিক সিন্ডিকেট ইউনিয়ন।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যম ঘোষণা করেছে, ঐ বিস্ফোরণে ৮৬ ব্যক্তি নিহত এবং ১৮৬ জন আহত হয়েছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে বিস্ফোরণটি ছিল আত্মঘাতী।#