২৩ নভেম্বর (রেডিও তেহরান): বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্দেহভাজন ১৬ জনকে আটক করার মধ্যদিয়ে সন্ত্রাসবিরোধী অভিযান শেষ হয়েছে। তবে, সেখানে এখনো সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের মতো ব্রাসেলসে সন্ত্রাসী হামলা হতে পারে -এমন আশংকায় এ সতর্কতা জারি করা হয়। গতকাল (রোববার) দিন শেষে দেশটির ফেডারেল প্রসিকিউটরের মুখপাত্র এরিক ভ্যান ডার স্পাইট এক সংবাদ সম্মেলনে জানান, ১৯টি অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তবে প্রধান সন্দেহভাজন সালাহ আব্দুস সালামকে আটক করা সম্ভব হয় নি। প্যারিস হামলার বিষয়েও সালাহকে প্রধান সন্দেহভাজন হামলাকারী বলে মনে করা হচ্ছে।
এদিকে, বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র আব্দুস সালাম নয় আরো কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, প্যারিস হামলার পর সে ফ্রান্স থেকে পালিয়ে বেলজিয়ামে ঢুকেছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল আগেই ঘোষণা করেছেন, সোমবার দেশে সন্ত্রাসবিরোধী সর্বোচ্চ সতর্কতা থাকবে। সম্ভাব্য মারাত্মক হুমকির কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।#
source : irib