আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পবিত্র মহররম মাসের প্রথম ১০ দিন শোক মজলিশ, মার্সিয়া ও পাঠ, আযাদারি ইত্যাদির মধ্য দিয়ে পালিত হয়। শিয়া মুসলিমসহ বাংলাদেশের লক্ষ লক্ষ আহলে বাইত (আ.) এর ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ সকল শোক মজলিশ অনুষ্ঠিত হয়।
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পবিত্র মহররম মাসের প্রথম ১০ দিন শোক মজলিশ, মার্সিয়া ও পাঠ, আযাদারি ইত্যাদির মধ্য দিয়ে পালিত হয়। শিয়া মুসলিমসহ বাংলাদেশের লক্ষ লক্ষ আহলে বাইত (আ.) এর ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ সকল শোক মজলিশ অনুষ্ঠিত হয়।
রাজধানী ঢাকার ঐতিহাসিক ইমামাবাড়ি হুসাইনি দালান, মোহাম্মাদপুর শিয়া মসজিদ, মিরপুর কারবালা, মগবাজার ইমামবাড়ি ও পল্টন ইমামবাড়িসহ ঢাকার বিভিন্ন ইমামবাড়িতে শোক মজলিশ অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা শাখায় অনুষ্ঠিত হচ্ছে শোক মজলিশ।#
source : abna24