২৫ নভেম্বর (রেডিও তেহরান): সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার জঙ্গিবিমান ভূপাতিত করা ও গুলি করে পাইলট হত্যার প্রতিবাদে মস্কোয় তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। এতে শত শত রুশ নাগরিক অংশ নেয়।
বিক্ষোভের সময় ক্ষুব্ধ রুশ নাগরিকরা তুর্কি দূতাবাস লক্ষ্য করে ডিম, পাথর, রং, টমেটো ও কাগজের বিমান ছুঁড়ে মারে। বহু বিক্ষোভকারী তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা এরদোগানকে “খুনি” বলে অভিহিত করে এবং “আমরা ভুলব না” ও “আমরা মাফ করব না” বলে স্লোগান দেয়। এছাড়া, তুরস্ক গ্যাস ছাড়া থাকবে এবং এরদোগান সন্ত্রাসীদের সহযোগী বলেও তারা স্লোগান দিতে থাকে।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করে যাতে লেখা ছিল তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বা দায়েশের পক্ষে কিনা। বোরিস নামে মস্কোর এক অধিবাসী বলেন, বিশ্বস্ত বন্ধু নয় বরং তুরস্ক হচ্ছে খুনি রাষ্ট্র। বিক্ষাভের সময় কয়েকজনকে আটক করে রুশ পুলিশ।#
রেডিও তেহরান/এসআই/২৫
source : irib