আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : আল-মাসিরা চ্যানেল, সৌদি আরবের দক্ষিনাঞ্চলীয় কিছু এলাকার উপর ইয়েমেন বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কিছু নতুন ফুটেজ প্রকাশ করেছে।
এ সব ফুটেজে, ইয়েমেনের গণবাহিনী আসির প্রদেশের অন্তর্ভুক্ত আর-রাবুয়া শহরের উপর নিয়ন্ত্রণ লাভের পর নাজরান প্রদেশের আশ-শারফা সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হতে দেখা গেছে।
একটি ফুটেজে ইয়েমেন সেনাদেরকে আশ-শারফা ঘাঁটি লক্ষ্য করে রকেট ছুঁড়তে দেখা গেছে। এরপর ইয়েমেনিরা ঐ ঘাঁটিতে প্রবেশ করে মজুত অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। দু’দিন আগে ইয়েমেন বাহিনী আর-রাবুয়া শহরে প্রবেশ করে।
এছাড়া সৌদি সেনা যানকে লক্ষ্য করে হামলাসহ সীমান্তবর্তী জিযান, নাজরান ও আসির প্রদেশের বিভিন্ন ঘাঁটির উপর নিয়ন্ত্রণ লাভের ভিডিও প্রকাশ করেছে ইয়েমেন বাহিনী। নাজরান, যিজান ও আসির ঘেরাও করেছে ইয়েমেনিরা
ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার শারাফ গালেব লোকমান আগ্রাসী সৌদি আরবের বিরুদ্ধে সামরিক অভিযানের ১ম পর্বের কথা ঘোষণা করে অচিরেই নাজরান, যিজান ও আসির প্রদেশে অভিযান পরিচালনার সম্ভাবনার তথ্য প্রকাশ করেছেন।
তিনি বলেন : নাজরানের উপর দৃষ্টি রাখা যায় এমন সকল পাহাড়ের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে ইয়েমেন বাহিনী। আমরা এখন নির্দেশ পেলেই এ শহরে প্রবেশ করবো। আর এ নির্দেশ পাওয়ার পরপরই ইনশা আল্লাহ্ এ শহরকে দখলদার হাত থেকে মুক্ত করবো। কেননা নাজরান মূলতঃ ইয়েমেনের সাথে সম্পৃক্ত একটি শহর।#