বাঙ্গালী
Thursday 2nd of May 2024
0
نفر 0

কারবালায় ২ কোটি ৭০ লাখ লোকের সমাগম

হযরত ইমাম হুসাইন (আ.) এর চল্লিশায় চলতি বছরে ২ কোটি ৭০ লাখ লোক অংশগ্রহণ করেছে। যায়েরদের এ সংখ্যা অন্য যে কোন বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
কারবালায় ২ কোটি ৭০ লাখ লোকের সমাগম
হযরত ইমাম হুসাইন (আ.) এর চল্লিশায় চলতি বছরে ২ কোটি ৭০ লাখ লোক অংশগ্রহণ করেছে। যায়েরদের এ সংখ্যা অন্য যে কোন বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : সন্ত্রাসী ও আত্মঘাতী হামলাকারীদের হামলার আশংকাকে উপেক্ষা করে ইমাম হুসাইন (আ.) এর যায়েররা তাঁর চল্লিশার অনুষ্ঠানে অংশ নিতে কারবালায় উপস্থিত হয়েছিল।

ইরাকের যোগাযোগ মন্ত্রী গত বুধবার ইমাম হুসাইন (আ.) এর যায়েরদের সংখ্যা ২ কোটি ৬০ লাখ বলে উল্লেখ করে বলেন : ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার নাগাদ এ সংখ্যা ২ কোটি ৭০ লাখকে অতিক্রম করবে।

গতবছর ৬০টি দেশ থেকে ২ কোটি ১০ লাখ যায়ের কারবালায় সমবেত হয়েছিল।

ইমাম হুসাইন (আ.) এর যায়েরদেরকে সেবাদানের জন্য চলতি বছর প্রস্তুত করা হয়েছিল ৭ হাজার স্টেশন। সাধারন জনগণের নির্মিত এ সকল স্টেশন থেকে খাদ্য, গরম ও ঠান্ডা পানীয় ইত্যাদি বিতরণ করার পাশাপাশি তাদের ঘুমানোর জন্য প্রস্তুত করা হয়েছিল বিশেষ স্থান।

কারবালায় শেষ হওয়া সকল রুটের নিরাপত্তার দায়িত্বে ছিল ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী (আল-হাশাদাশ শা’বি’)। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতি ২০০ মিটারে একটি তল্লাশি গেইট স্থাপন করেছিল।#

 

 



source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ...
ধরা পড়ল আইএসআইএলে প্রশিক্ষিত ...
চলে গেলেন আয়াতুল্লাহ শাহরুখি
শিকাগোতে কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার ...
নগরনো-কারাবাখে একতরফা ...
ইয়েমেনে হামলাকারী সৌদি সেনাদের ...
মুসলিম বোন ও পর্দার হুকুম
সূরা ইউনুস;(৯ম পর্ব)
খুলে দেয়া হল হিন্দু এলাকার একটি ...
মিসরে তাপদাহে ২১ জনের মৃত্যু

 
user comment