বাঙ্গালী
Wednesday 1st of May 2024
0
نفر 0

ভারতে দুর্ভিক্ষ, ঘাস খাচ্ছে মানুষ!

আবনা ডেস্ক : এশিয়ার অন্যতম আঞ্চলিক শক্তিধর দেশ ভারত। পারমাণবিক শক্তিতে সপ্তম পরাশক্তির দেশ হওয়ার চেষ্টাও করে যাচ্ছে দেশটি। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক সমৃদ্ধির দেশ হওয়ার প্রতিযোগিতায়ও রয়েছে ভারত্। বাহ্যিক দিক দিয়ে এমন কেতাদুরস্ত ভাব থাকলেও দেশটির অনেক মানুষ এখনও হাভাতে দিনযাপন
ভারতে দুর্ভিক্ষ, ঘাস খাচ্ছে মানুষ!

আবনা ডেস্ক : এশিয়ার অন্যতম আঞ্চলিক শক্তিধর দেশ ভারত। পারমাণবিক শক্তিতে সপ্তম পরাশক্তির দেশ হওয়ার চেষ্টাও করে যাচ্ছে দেশটি। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক সমৃদ্ধির দেশ হওয়ার প্রতিযোগিতায়ও রয়েছে ভারত্। বাহ্যিক দিক দিয়ে এমন কেতাদুরস্ত ভাব থাকলেও দেশটির অনেক মানুষ এখনও হাভাতে দিনযাপন করছে। অতিদরিদ্র, খরা ও অতিবৃষ্টিতে দেশটির জনজীবন রয়েছে চরম দুর্ভোগে। ভারতের উত্তরপ্রদেশের খরাপীড়িত দুর্ভিক্ষে ঘাস খেয়ে দিনাতিপাত করছে মানুষ। উত্তরপ্রদেশের ৭৫টি গ্রামের মধ্যে ৫০টি গ্রামে দিনের পর দিন ধরে চলছে এ দুর্ভিক্ষ দশা।
মঙ্গলবার এনডিটিভি পরিচালিত সত্য বনাম প্রতারণা শীর্ষক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ পেয়েছে । গরু-ছাগলের প্রিয় খাবার ঘাস। সেই ঘাসই এখন মানষের খাদ্য তালিকায় স্থান পেয়েছে। শখের বশে নয়, বরং অভাবের তাড়নায় খাদ্য হিসেবে গ্রহণ করছেন ভারতের উত্তরপ্রদেশের বুন্দেলখন্ড অঞ্চলের লালওয়াদি গ্রামের বাসিন্দারা। চলতি বছরের খরায় ওই গ্রামের তিন মেয়াদের সব ফসল নষ্ট হয়ে গেছে বলে জানায় প্রসাদ নামের এক বাসিন্দা। তিনি বলেন, আমরা আগে গবাদিপশুদের ঘাস খাওয়াতাম, এখন নিজেরাই তা খাচ্ছি। খাদ্যের অভাব পূরণে পেটের দায়ে এছাড়া আর কোনো উপায় নেই আমাদের।
পালংশাকের মতো দেখতে লম্বা লম্বা ওই ঘাসগুলো অনেকের কাছে ‘ফিকার’, আবার অনেকের কাছে ‘সেমাই’ নামে পরিচিত। অল্প লবণ-পানি দিয়ে সিদ্ধ করে রুটি বানিয়ে খাদ্য হিসেবে গ্রহণ করছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে, ঘাস রুটি খেতে তিক্ত হলেও নিমিষেই তা গলধকরণ করছে তারা।


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ...
ধরা পড়ল আইএসআইএলে প্রশিক্ষিত ...
চলে গেলেন আয়াতুল্লাহ শাহরুখি
শিকাগোতে কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার ...
নগরনো-কারাবাখে একতরফা ...
ইয়েমেনে হামলাকারী সৌদি সেনাদের ...
মুসলিম বোন ও পর্দার হুকুম
সূরা ইউনুস;(৯ম পর্ব)
খুলে দেয়া হল হিন্দু এলাকার একটি ...
মিসরে তাপদাহে ২১ জনের মৃত্যু

 
user comment