১৬ ডিসেম্বর (রেডিও তেহরান): সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত সন্ত্রাসবাদ বিরোধী জোটে বিনা সম্মতিতে পাকিস্তানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে সৌদি সরকারের ব্যাখ্যা চাইতে রিয়াদে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে নির্দেশ দেয়া হয়েছে। রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের এ কথা জানান পাকিস্তানের পররাষ্ট্র সচিব এজাজ চৌধুরী। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটে পাকিস্তানের নাম রয়েছে এ খবর পড়ে তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেন, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইবেন পাক রাষ্ট্রদূত।
জোটে অন্তর্ভুক্তির আগে সৌদি আরব ইসলামাবাদের সম্মতি নেয় নি বলে নিশ্চিত করেছেন আরেক পদস্থ পাক কর্মকর্তা। গতকাল সৌদি সরকার এক বিবৃতির মাধ্যমে কথিত সন্ত্রাসবাদ বিরোধী জোট গঠনের কথা জানিয়েছে।
ইসলামাবাদকে অবহিত না করে কোনো সামরিক জোটে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার ঘোষণা এই প্রথম নয়। এর আগেও ইয়েমেন বিরোধী সামরিক জোটে পাকিস্তান রয়েছে বলে ঘোষণা করেছিল সৌদি আরব। এ জোটের মিডিয়া সেন্টারে পাকিস্তানি পতাকাও প্রদর্শন করা হয়েছিল। কিন্তু এরপর পাকিস্তান, ইয়েমেন-বিরোধী যুদ্ধে অংশ নিতে অস্বীকার করে।
জাতিসংঘ শান্তি মিশন ছাড়া দেশের বাইরে কোথাও সেনা মোতায়েন না করার নীতি গ্রহণের দাবি করে আসছে পাকিস্তান। এর আগে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে যোগ দেয়ার দু’ দফা আহ্বান জানিয়েছিল আমেরিকা। পাকিস্তান এ নীতির কথা বলে তা প্রত্যাখ্যান করেছিল।
উগ্র ওয়াহাবি অনুশাসনে পরিচালিত সৌদি আরবের সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতায় জড়িত রয়েছে পাকিস্তান। এ ছাড়া,দেশটির সঙ্গে পাকিস্তানের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। কিন্তু এ কারণে পাকিস্তান দেশের বাইরে সামরিক তৎপরতায় জড়িত থাকা সংক্রান্ত তার নীতিতে পরিবর্তন আনবে কিনা, সে বিষয়ে এখনও কোনো আভাস পাওয়া যায় নি।#
source : irib