আবনা ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের ১৮০ সেনা নিহত হয়েছে।
মা’রিব প্রদেশে ভাড়াটে সেনাদের অবস্থানে ইয়েমেনি সেনারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালালে এসব সেনা নিহত হয়। নিহতদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ অনেক সৌদি সেনাও রয়েছে।
আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী গতকাল দুপুরে এ হামলা চালায়।
আরবি ওয়েবসাইট আল-মাসিরাহ্ জানিয়েছে, হামলায় ইয়েমেনি যোদ্ধারা তোচকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রাথমিকভাবে ওয়েবসাইটটি নিহত সেনার সংখ্যা ১২০ বলে উল্লেখ করেছিল।
এর আগে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনি বাহিনী। এর মধ্যে একটি ছিল তোচকা ক্ষেপণাস্ত্র এবং সৌদি আরব এ হামলা প্রতিহত করতে পেরেছে। অন্যটি ছিল কাহার-১ ক্ষেপণাস্ত্র এবং এটি নাজরান শহরের পূর্বাঞ্চলে একটি মরুভূমিতে গিয়ে পড়ে। হামলার কথা নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন যৌথ কমান্ড।
মঙ্গলবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যে সৌদি আরব বিমান হামলা চালালে ইয়েমেনি সেনারাও জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইয়েমেনের সেনা সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে সৌদি আরব এ পর্যন্ত প্রায় ৩০০ বার বিমান হামলা চালিয়েছে।
source : abna24