আবনা ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের রাজধানী রামাদি শহর ছাড়ার জন্য সেখানকার বেসামরিক নাগরিকদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। ইরাকের সেনাবাহিনী বলেছে, ৭২ ঘণ্টার মধ্যে বেসামরিক লোকজনকে রামাদি ছেড়ে যেতে হবে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ অধ্যুষিত শহরটি পুনর্দখলের জন্য ইরাকের সামরিক বাহিনী যখন খুব কাছাকাকছি পৌঁছে গেছে তখন এ নির্দেশ দেয়া হলো।
গতকাল রোববার ইরাকের সামরিক বিমান থেকে রামাদি শহরে ব্যাপক লিফলেট ফেলা হয়েছে। এতে বেসামরিক নাগরিকদের ৭২ ঘণ্টার মধ্যে শহরটি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে রামাদি শহরের অবস্থান।
সামরিক বাহিনীর বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে রামাদি শহর মুক্ত করার জন্য ব্যাপক অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, লিফলেট ফেলার অর্থ হচ্ছে শহরটি দখলের জন্য এর কেন্দ্রস্থলে শিগগিরি গুরুত্বপূর্ণ অভিযান শুরু হবে।
গত কয়েকদিন থেকে ইরাকের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী রামাদি অভিমুখে অভিযান শুরু করেছে এবং শহরের আশপাশের এলাকা মুক্ত করেছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা করছে, নতুন বছর শুরুর আগেই রামাদি শহর মুক্ত হবে।#
source : abna24