বাঙ্গালী
Thursday 9th of May 2024
0
نفر 0

‘ইরানের সর্বোচ্চ নেতা পশ্চিমা যুবসমাজকে প্রস্তুত হতে বলছেন’

আবনা ডেস্ক : পশ্চিমা যুবসমাজের উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতার দ্বিতীয় ঐতিহাসিক চিঠি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আহলে বাইত স্কলার অ্যাসোসিয়েশনের প্রধান হাসান ক্বানায়াত লি বলেছেন, এ চিঠিতে ‘সন্ত্রাসবাদকে মানবজাতির অভিন্ন যন্ত্রণা’ হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এ চিঠিতে মানব সমাজের বর্তমান সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এবং শত্রুদের নানা ষড়যন্ত্রের বি
‘ইরানের সর্বোচ্চ নেতা পশ্চিমা যুবসমাজকে প্রস্তুত হতে বলছেন’

আবনা ডেস্ক : পশ্চিমা যুবসমাজের উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতার দ্বিতীয় ঐতিহাসিক চিঠি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আহলে বাইত স্কলার অ্যাসোসিয়েশনের প্রধান হাসান ক্বানায়াত লি বলেছেন, এ চিঠিতে ‘সন্ত্রাসবাদকে মানবজাতির অভিন্ন যন্ত্রণা’ হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এ চিঠিতে মানব সমাজের বর্তমান সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এবং শত্রুদের নানা ষড়যন্ত্রের বিষয়ে বিশ্ব জনমতের স্পষ্ট ও সঠিক ধারণা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশ্বে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিস্তার ও নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে এই চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতা পশ্চিমা সমাজকে শান্তির পথ ধরার আহ্বান জানিয়েছেন বলে তুর্কি চিন্তাবিদ ক্বানায়াত লি মনে করেন।
পর্দার অন্তরালে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি পাশ্চাত্যের সমর্থনের কথা তুলে ধরে ক্বানায়াত লি আরও বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন কোনো যুদ্ধ ও ধ্বংসযজ্ঞই মানবজাতির কোনো সেবা করেনি। আর মুসলিম দেশগুলোতে ইসলামী জাগরণের ছায়াতলে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পাশ্চাত্যেও একই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেয়া জরুরি বলে তিনি মনে করেন।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দ্বিতীয় ঐতিহাসিক চিঠি প্রসঙ্গে তুর্কি এই চিন্তাবিদ আরও বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা নানা অশান্তি বা দাঙ্গা-হাঙ্গামার মোকাবেলায় পশ্চিমা যুবসমাজকে প্রস্তুত হতে বলছেন। আর তারা যদি জেগে ওঠে তাহলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি পাশ্চাত্যের সমর্থন বন্ধ হয়ে যাবে বলে হাসান ক্বানায়াত লি মনে করেন।
প্যারিসে সাম্প্রতিক হামলার পর পাশ্চাত্যে ইসলাম এবং মুসলিম-বিদ্বেষী তৎপরতা জোরদারের প্রেক্ষাপটে পশ্চিমা যুবসমাজের বিবেককে সত্য ও বিশ্বের চলমান বাস্তবতার দিকে আকৃষ্ট করার জন্য ইরানের সর্বোচ্চ নেতা তাদের সম্বোধন করে চিঠি লিখেন। পিতৃসুলভ ও আন্তরিক এই বার্তা যুব সমাজ ছাড়াও সত্য-সন্ধানী ও চিন্তাশীল সব মহলেই দারুণ সাড়া জাগিয়েছে।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

প্রতি বছর ইমাম হুসাইন(আ.)-এর ...
ইরানের রাষ্ট্রীয় শক্তি দেখে ...
জার্মানী’র হানুফার শহরে শোক ...
তৃতীয়বার যুক্তরাষ্ট্রের ...
২৮৮০ সালের ১৬ মার্চ গ্রহাণুর ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...
শহীদ ইরানি জেনারেলের জানাযা ও ...
Tribunaux militaires égyptiens jugent 271 membres de FM
দিল্লি সফরে মমতার ভিন্ন রাজনৈতিক ...
ইসলামী বিপ্লব ইরানকে আত্মপরিচয় ও ...

 
user comment