আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : মসুল শহরের চিকিৎসক সোসাইটির সাথে সম্পৃক্ত এক সূত্র ভয়াবহ এ পরিসংখ্যানের প্রতিবেদন প্রকাশ করেছে। মসুলের এ সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে : ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে প্রবেশ এবং এর উপর নিয়ন্ত্রণ লাভের (২০১৪) পর থেকে এ নাগাদ সন্ত্রাসী এ দলটি নানা বাহানায় ৮৭৩ জন নারীকে হত্যা করেছে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : মসুল শহরের চিকিৎসক সোসাইটির সাথে সম্পৃক্ত এক সূত্র ভয়াবহ এ পরিসংখ্যানের প্রতিবেদন প্রকাশ করেছে।
মসুলের এ সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে : ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে প্রবেশ এবং এর উপর নিয়ন্ত্রণ লাভের (২০১৪) পর থেকে এ নাগাদ সন্ত্রাসী এ দলটি নানা বাহানায় ৮৭৩ জন নারীকে হত্যা করেছে।
এ দলে ঐ সকল নারীরাও অন্তর্ভুক্ত যাদেরকে বিভিন্ন গোত্র থেকে আটক করেছে সন্ত্রাসীরা। আটক নারীদেরকে গণহারে হত্যা করেছে আইএসআইএল। এছাড়া অনেকে অন্যান্য অজুহাতে উগ্রতাবাদী সন্ত্রাসী এ দলের আদালতের রায়ের ভিত্তিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে মসুলের দুই যুবতিকে হত্যার সংবাদ গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। ইসলামি খেলাফতকে উপহাস করার অভিযোগে তাদেরকে কাফের ঘোষণা করা হয়, অতঃপর তাদেরকে হত্যা করা হয়।#
source : abna24