আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : বিশ্বব্যাপি প্রতিবাদ এবং নিন্দা সত্ত্বেও আজ শনিবার (২ জানুয়ারি-১৫) সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ বাকের নিমর আল-নিমরসহ ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেখ নিমরসহ সৌদি কারাগারে আটক সব রাজনৈতিক বন্দির মুক্তির জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আহ্বান উপেক্ষা করে সৌদি সরকার এসব মৃত্যুদণ্ড কার্যকর করল।
২০১৪ সালের ১৫ই অক্টোবর দেশে স্থিতিশীলতা বিনষ্টের মিথ্যা অভিযোগে আয়াতুল্লাহ নিমরের মৃত্যুদণ্ডের রায় প্রদান করে সৌদি আরবের একটি আদালত। প্রখ্যাত এ শিয়া আলেমের বিচারকার্য গণমাধ্যম কর্মীদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়। আত্মরক্ষার কোন সুযোগই তাকে প্রদান করা হয়নি।
২০১৩ সালের মার্চ মাসে তার বিচারের কার্যক্রম শুরু হয়। এ সময় সৌদি আরবের এ্যাটোর্নি জেনারেল তার বিরোদ্ধে স্থিতিশীলতা নষ্টের অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ড প্রদানের সুপারিশ করেন।
উল্লেখ্য, ২০১২ সালের জুলাই মাসে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী আয়াতুল্লাহ নিমরকে আটক করে। আটকের পূর্বে তার গাড়ীকে লক্ষ্য করে গুলি চালায় সৈন্যরা। এ সময় গুরুতর আহত হন শাইখ নিমর।
বিশিষ্ট এ আলেমের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে সৌদি আরবের পূর্বাঞ্চলে। প্রতিবাদ মিছিলে সরকারি বাহিনীর চালানো সরাসরি গুলিতে শহীদ ও আহত হন উল্লেখযোগ্য সংখ্যক যুবক।
সৌদি আরবের প্রখ্যাত আলেম শাইখ বাকের নিমর আন-নিমর ১৩৭৯ হিজরি (১৯৬৭ সালে) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের আল-আওয়ামিয়া শহরে একটি ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আয়াতুল্লাহ শাইখ মুহাম্মাদ বিন নাসের আলে নিমরও ছিলেন এ বংশেরই। এছাড়া তার দাদা আলহাজ আলী বিন নাসের আন-নিমর ছিলেন একজন নামকরা খতিব।
আয়াতুল্লাহ নিমর নিজ গ্রামেই প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং ১৯৮৯ সালে ইসলামি বিপ্লব সম্পর্কে কাছ থেকে জানতে এবং উচ্চতর ধর্মীয় শিক্ষা অর্জনের লক্ষ্যে ইরানে যান। ঐ বছর আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মাদ তাকি মুদাররেসি কর্তৃক তেহরানে প্রতিষ্ঠিত হযরত কায়েম (আ.) হাওযা ইলমিয়াতে তিনি ভর্তি হন।
হযরত কায়েম (আ.) হাওযা ইলমিয়াতে ১০ বছর অধ্যায়নের পর তিনি সিরিয়া গমন করেন এবং সেখানে হযরত যায়নাব (সা. আ.) হাওযা ইলমিয়ার দরসে অংশগ্রহণ করেন।
দীর্ঘ সময় হাওযা ইলমিয়ায় শিক্ষা অর্জন করে তিনি সৌদি আরবে প্রত্যাবর্তন করে ২০১১ সালে আল-আওয়ামিয়া অঞ্চলে ‘আল-ইমাম আল-কায়েম (আ.)’ ইসলামি কেন্দ্র প্রতিষ্ঠা করেন।#
source : abna24