আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : গতকাল শনিবার ‘আয়াতুল্লাহ শাইখ নিমর বাকের আন-নিমরে’র শাহাদাতের সংবাদ ফলাও করে প্রচার হলেও ঢাকা পড়ে যায় অপর ৪৬ জনের সাথে ৩ জন মজলুশ শিয়ার শাহাদাতের সংবাদ।
শহীদ শাইখ নিমর ছাড়াও স্বৈরাচারী সৌদি সরকারের হতকাণ্ডের শিকার অপর তিন শিয়া হলেন; ‘মুহাম্মাদ শুয়ুখ’, ‘আলী সাঈদ আলে রিবহ’ ও ‘মুহাম্মাদ আলী সুওয়াইমিল’।
মানবাধিকার বিষয়ক সংস্থাগুলোর ঘোষণার ভিত্তিতে, আলী সাঈদ আলে রিবহ ও মুহাম্মাদ ফায়সাল আশ-শুয়ুখের বিরুদ্ধে আনীত অভিযোগ তাদের বয়সের সাথে অসামঞ্জস্যপূর্ণ। আটকের সময় আলে রিবহের বয়স ছিল ১৭। সে হাইস্কুলের শেষ বর্ষের ছাত্র ছিল। গ্রেপ্তারের সময় আশ-শুয়ুখের বয়সও ছিল ২০।
এরচেয়ে আশ্চর্যের বিষয় হল, সৌদি স্বৈরাচারী সরকার রাজনৈতিক এ চার বন্দির নাম আলকায়দা সন্ত্রাসী চক্রের আসামীদের তালিকাভূক্ত করে এটা বোঝাতে চেয়েছে যে, ঐ চারজনও সন্ত্রাসী!
হাইস্কুলে অধ্যায়নরত কোন ছাত্র কি সন্ত্রাসী চক্র আলকায়েদার সদস্য হতে পারে?!#