আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইয়েমেন সেনা ও গণবাহিনী গত সোমবার (৪ জানুয়ারি ২০১৬) সৌদি ভূখণ্ড অভ্যন্তরে অগ্রসর হয়ে সৌদি সেনাদের বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে কঠিন আঘাত হেনেছে। এ সকল হামলায় উল্লেখযোগ্য সফলতা পেয়েছে ইয়েমেনিরা।
সৌদি অভ্যন্তরে অগ্রসরের ধারাবাহিকতায় ইয়েমেনি সেনারা সীমান্তবর্তী ‘আত-তাওয়াল’ শহরের প্রবেশ দ্বারে পৌঁছেছে। এ অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক সৌদি ও ভাড়াটে সেনা হতাহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অপরদিকে, ইয়েমেন সামরিক বাহিনীর এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সৌদি অভ্যন্তরে পরিচালিত এক আতর্কিত অভিযানে দুই সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি সেনাদের অবস্থানকে লক্ষ্য করে রকেট নিক্ষেপের মাধ্যমে ‘যিযান’ প্রদেশের অন্তবর্তী বাইত কায়াব, আল-আতায়া, আশ-শারকিয়া ও আল-মুসফাক অঞ্চল থেকে ভাড়াটে সেনাদের পিছু হটতে বাধ্য করেছে ইয়েমেন বাহিনী।
এছাড়া ইয়েমেনি সেনাদের অন্যান্য অবস্থান থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ‘খুবাহ’ ও ‘কায়েম যুবাইদ’ শহরের কিছু অংশে রকেট হামলা চালিয়েছে ইয়েমেনিরা। এ হামলায় বেশ কয়েকজন সৌদি সেনা নিহত হয়েছে। অবশ্য হতাহতদের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি।
বলাবাহুল্য, ৩৪টি ইসলামি দেশের সমন্বয়ে কথিত সামরিক জোট গঠনের প্রসঙ্গে সৌদি ঘোষণা পর ইয়েমেনের সেনা ও গণবাহিনী এ হামলা চালালো। মজার ব্যাপার হল পাকিস্তান ও বাংলাদেশসহ অনেক দেশের নাম ঐ জোটের মধ্যে রাখা হলেও জোট গঠনের কথা ঘোষণার পূর্বে তাদেরকে এ বিষয়ে কোন তথ্যই দেয়া হয়নি।#
source : abna24