আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইয়েমেনের সেনা ও গণবাহিনী আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) লোহিত সাগরের উপকূলবর্তী কিছু এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইয়েমেনের সেনা ও গণবাহিনী আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) লোহিত সাগরের উপকূলবর্তী কিছু এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, ইয়েমেনের সেনা ও গণবাহিনীর সদস্যরা লোহিত সাগরের উপকূল ধরে দক্ষিনের দিকে অগ্রসর হলে তায়েজ প্রদেশে মানসুর হাদির সমর্থকদের সাথে তুমুল সংঘর্ষ বাধে।
সংঘর্ষটির ঘটনাস্থল ছিল বাব এল মান্দেবে’র কৌশলগত ‘মুসাল্লাসুল আমরি’ এলাকায়। সংঘর্ষের স্থান থেকে ‘আল-আমরি’ সামরিক ঘাঁটির দূরত্ব মাত্র ২ কিলোমিটার।
বলাবাহুল্য, বাব এল মান্দেব অঞ্চলটিকে ইয়েমেনি সেনারা কয়েকবার মুক্ত করলেও ইয়েমেনের অবৈধ প্রেসিডেন্ট (মানসুর হাদি’র) সমর্থকরা পূনরায় তা দখল করে নেয়।#
source : abna24