আবনা ডেস্ক : সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবরুদ্ধ মাদাইয়া শহরে পাঠানো খাদ্য ও ত্রাণ লুট করে নিয়েছে সেখানে তৎপর সন্ত্রাসীরা। এলাকাটিতে নতুন করে যখন ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে তখন এ খবর বের হলো। কয়েকদিন আগে খবর বের হয়েছে, মাদাইয়া এলাকায় খাদ্যাভাবে কয়েকজন লোকের মৃত্যু হয়েছে এবং সরকারি ও হিজহবুল্লাহ যোদ্ধাদের অবরোধের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে পশ্চিমা কয়েকটি গণমাধ্যম দাবি করেছে।
এ বিষয়ে গতকাল লেবাননের আল-মানার টেলিভিশন জানিয়েছে, মাদাইয়া শহরে তৎপর জয়শুল ফতেহ ও আহরার আশ-শাম সন্ত্রাসী গোষ্ঠী গত অক্টোবর মাসে সব ত্রাণ ও খাদ্য সমাগ্রী লুট করে নেয় এবং আকাশ ছোঁয়া দামে সেসব পণ্য স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে। সেখানকার অধিবাসীরা আল-মানারকে জানিয়েছে, সন্ত্রাসীরা মহিলাদের গয়নাগাটি একদম পানির দামে কিনেছে আর খাবার বিক্রি করেছে অত্যন্ত চড়া দামে।
টেলিভিশন চ্যানেলটির রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসীরা প্রতারণার মাধ্যমে ত্রাণ গ্রহণের জন্য স্থানীয় লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করে। শহরটিতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদেরকে অবরুদ্ধ করে রেখেছে সরকারি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা। সেখানে ত্রাণ পাঠালে সন্ত্রাসীরা লুট করে নেয়। বহু বেসামরিক লোকজন থাকায় সরকারি বাহিনী ঠিকমতো অভিযানও চালাতে পারে না। ফলে সেখানকার অধিবাসীরা এক ধরনের বিপদের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে। কিন্তু পশ্চিমা গণমাধ্যম এ ঘটনার জন্য সরকারকে দায়ী করে রিপোর্ট প্রকাশ করেছে যা নিয়ে এক ধরনের তোলপাড় চলছে।#
source : abna24