আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইরাকের আল-আনবার প্রদেশের বারওয়ানা অঞ্চলে ইরাকি সেনাবাহিনী কর্তৃক আইএসআইএল সন্ত্রাসীদের উপর উপর্যুপরি ও কঠিন হামলার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ‘গণশোকে’র ঘোষণা দিয়েছে তাকফিরি ও সন্ত্রাসী দলের প্রধান আবু বকর আল-বাগদাদী।
বরাওয়ানা অঞ্চলে ইরাক সেনাবাহিনীর এ অভিযানে বহুসংখ্যক আইএসআইএল সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। অবশেষে সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি পেল আল-আনবার প্রদেশের অন্তর্ভুক্ত অঞ্চলটি।
সেনাবাহিনীর এ কঠিন আঘাতে বিধ্বস্ত সন্ত্রাসী এ দলের প্রধান আবু বকর আল-বাগদাদী ৩ দিনের গণশোকের ঘোষণা দিয়েছে।
এদিকে, সেনাবাহিনীর এ অভিযানে ২৩৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং তাকফিরি সন্ত্রাসী দলটির ২৭টি টয়োটা মডেলের গাড়ী, ৪টি যাত্রীবাহি আর্মড ভেহিকল এবং ৪টি সাঁজোয়া যান দখল করতে সক্ষম হয়েছে ইরাকি সেনারা।
পাশাপাশি, সেনাবাহিনীর কঠিন এ আঘাত ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন আইএসআইএল সন্ত্রাসীদের মনে ত্রাসের জন্ম দিয়েছে।#
source : abna24