আবনা ডেস্ক : নাইজেরিয়ার সীমান্তবর্তী ক্যামেরুনের গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে একটি মসজিদকে টার্গেট করে চালানো বোমা হামলায় এক ডজনের বেশি ব্যক্তি নিহত হয়েছে।এতে আরো অন্তত একজন আহত হয়। গতকাল ভোর ৫:৪০ টায় কেনিয়ার গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলীয় কয়োপ এলাকায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হলে ১৩ ব্যক্তি নিহত হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক
আবনা ডেস্ক : নাইজেরিয়ার সীমান্তবর্তী ক্যামেরুনের গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে একটি মসজিদকে টার্গেট করে চালানো বোমা হামলায় এক ডজনের বেশি ব্যক্তি নিহত হয়েছে।এতে আরো অন্তত একজন আহত হয়।
গতকাল ভোর ৫:৪০ টায় কেনিয়ার গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলীয় কয়োপ এলাকায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হলে ১৩ ব্যক্তি নিহত হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন।
এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি। তবে নাইজেরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম এই ধরণের বর্বরোচিত হামলা চালিয়ে আসছে।
গত জুলাই থেকে ক্যামেরুনের উত্তরাঞ্চলে প্রায় ২০টি বোমা হামলায় ১০০ জনের বেশি ব্যক্তি নিহত হয়েছে।এসব হামলার জন্য বোকো হারামকে দায়ী করা হয় থাকে।#
source : abna24