বাঙ্গালী
Friday 22nd of November 2024
0
نفر 0

মদপানে শীর্ষে সৌদি আরব, ধূমপানে দৈনিক ব্যয় ৫ কোটি রিয়াল

আবনা ডেস্ক : সৌদি আরবে প্রতিদিন ধূমপান বাবদ খরচ হয় পাঁচ কোটি রিয়াল বা ১০৫ কোটি টাকা। ধূমপানের কারণে দেশটিতে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়। সৌদি আরবের তামাকবিরোধী
মদপানে শীর্ষে সৌদি আরব, ধূমপানে দৈনিক ব্যয় ৫ কোটি রিয়াল

আবনা ডেস্ক : সৌদি আরবে প্রতিদিন ধূমপান বাবদ খরচ হয় পাঁচ কোটি রিয়াল বা ১০৫ কোটি টাকা। ধূমপানের কারণে দেশটিতে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়।
সৌদি আরবের তামাকবিরোধী সংগঠন টোবাকো অ্যান্ড নারকোটিকস কমব্যাট সোসাইটির প্রধান শেখ আবদুল্লাহ আল-ওথাইম গতকাল (রোববার) সাংবাদিকদের এসব তথ্য জানান।
টোব্যাকো অ্যান্ড নারকোটিকস কমব্যাট সোসাইটি সৌদিতে কাফা নামেও পরিচিত। বাদশা আবদুল আজিজ সম্মেলন কেন্দ্রে কাফা অ্যাওয়্যারনেস ফোরামের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করেন আল-ওথাইম।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনী ভাষণে আল-ওথাইম বলেন, ‘ধূমপানের কারণে ২০১৫ সালে সৌদি আরবে ২৩ হাজার লোকের মৃত্যু হয়েছে। আর নেশার কারণে বছরের পর বছর পরিবার ও রাষ্ট্রের বোঝা বাড়ছে।’
কাফার প্রধান জানান, নেশাগ্রস্তদের পুনর্বাসনে সম্প্রতি কাফা একটি বিশেষায়িত কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের সেবা দেবে। মক্কা এলাকায় কাফার এ ধরনের ছয়টি কেন্দ্র খোলা হয়েছে।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্যের ভিত্তিতে ব্রিটিশ সাময়িকী ল্যানসেট জানিয়েছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মদপান করে সৌদি নাগরিকরা। দেশটির মদ্যপায়ীদের প্রতিবছর গড়ে ৩৩ দশমিক ৯ লিটার মদ প্রয়োজন হয়।
ল্যানসেটের গবেষণা বলছে, বাংলাদেশের মদ্যপায়ীরা প্রতিবছর গড়ে ৯ লিটার মদপান করে। সেদেশের মদ্যপায়ীরা প্রতিদিন গড়ে ১৭ দশমিক ৬ গ্রাম অ্যালকোহল পান করে। গবেষণায় আরো বলা হয়, বাংলাদেশে মদপান নিয়ে জাতীয় পর্যায়ে তেমন কোনো নজরদারি নেই।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রতিবছর সবচেয়ে বেশি অ্যালকোহল গ্রহণ করে নেপালের মদ্যপায়ীরা (২৮ দশমিক ৮ লিটার)। এ অঞ্চলে দেশটির পরই আছে ভারত (২৮ দশমিক ৭ লিটার), শ্রীলঙ্কা (২০ দশমিক ১ লিটার) ও মালদ্বীপ (১৩ দশমিক ৮ লিটার)।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইরান না থাকলে সিরিয়া ও ইরাকে এখন ...
তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা ...
সন্ত্রাসী সংগঠনগুলোর জন্মদাতা ...
যাকযাকির বিরুদ্ধে যড়যন্ত্রের ...
সৌদি আরবের গ্রান্ড মুফতি কে? (পর্ব ...
সন্ত্রাসীদের হামলা থেকে শোক ...
হোসাইনি দালানে আয়াতুল্লাহ ...
হযরত আলীর (আ.) প্রতি বিশ্বনবী (সা.)এর ...
বেকার সমস্যা আমেরিকায় চীন কীভাবে ...
'অটিস্টিক শিশু সমস্যা নয়, প্রয়োজন ...

 
user comment