আবনা ডেস্ক: সৌদি আরবে সন্ত্রাসী সন্দেহে ৩৩ জনকে আটক করেছে দেশটির পুলিশ। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৯ জন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দৈনিক সৌদি গেজেট পত্রিকা।
পত্রিকাটি জানায়, গত ২৫ জানুয়ারি সন্দেহভাজন চার মার্কিনিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তারপর গত চারদিনে আটক করেছে আরো পাঁচজনকে।
সৌদি আরব একটি শিয়া মসজিদে বোমা হামলায় ৪ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার একদিন পর এই আটকের খবর প্রকাশিত হলো।
আটক ৩৩ জনের মধ্যে ৯ আমেরিকান ছাড়াও রয়েছেন ১৪ সৌদি, ৩ ইয়েমেনি, ২ সিরিয়ান, ১ ইন্দোনেশিয়ান, ১ ফিলিপিনো, ১ আমিরাতি, ১ কাজাখ ও ১ ফিলিস্তিনি।
তবে এই সন্দেহভাজনরা জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সম্পৃক্ত কিনা সে বিষয়ে কিছু জানায়নি সৌদি গেজেট। বেশ কয়েক মাস ধরে সৌদিতে আত্মঘাতী হামলা চালাচ্ছে আইএস।
মার্কিনিদের আটকের বিষয়ে অবগত রয়েছে রিয়াদের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ওয়াশিংটন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেছেন, সৌদি আরবে কিছু অভিযোগে কয়েকজন আমেরিকানকে আটকের বিষয়ে আমরা অবগত। পররাষ্ট্র দফতর তার দায়িত্ব পালন করছে। গোপনীয়তার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
২০১৫ সালের এপ্রিলে আইএস সন্দেহে অভিযান চালিয়ে ৯৩ জনকে আটক করে সৌদি নিরাপত্তাবাহিনী।
এর আগে এক গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরব জুড়ে সন্ত্রাসী হামলা চালাতে ৫৩২ জন আইএস সদস্য প্রস্তুতি নিচ্ছে। এরপরই নিরাপত্তা জোরদার করার পাশপাশি আটক অভিযান শুরু হয়
source : abna24