আবনা ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবু্ল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ দৃঢ়ভাবে বলেছেন, ইরান কোনোভাবেই তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না। ইরানের হস্তক্ষেপের বিষয়ে কেউ কোনো প্রমাণও দিতে পারবে না বলে তিনি উল্লেখ করেছেন।
গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ লেবাননে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সৃষ্ট শূণ্যতার বিষয়ে বলেন, ইরান সবসময় বলে আসছে একমাত্র লেবাননের নাগরিকরাই তাদের দেশের ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, “লেবাননের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ইরান কিছুই করে নি এবং করবেও না।” প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে হিজবুল্লাহ সব রকমের জল্পনা কল্পনা থেকে বিরত থাকবে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি কোরাম সংকটের কারণে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মূলতবি করেছেন। হিজবুল্লাহ ও প্রেসিডেন্ট প্রার্থী মিশেল আউনের সমর্থক সংসদ সদস্যরা দাবি করে আসছেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী ‘মার্চ-১৪’ জোটের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি হওয়া দরকার। সম্প্রতি, লেবাননের খ্রিস্টান রাজনীতিক সামির জাজা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মিশেল আউনকে সমর্থন দিয়েছেন। এর ফলে লেবাবনেন প্রেসিডেন্টের শূণ্যপদ পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
২০১৪ সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট মিশেল সুলেয়মানের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর গত ২০ মাস ধরে লেবাননে কোনো প্রেসিডেন্ট ছিল না। আউনের প্রতি সামির জাজা সমর্থন দেয়ায় সে সংকট কেটে গেছে। লেবাননের সংবিধান অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট হবেন একজন খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি, প্রধানমন্ত্রী হবেন সুন্নি এবং সংসদ স্পিকার হবেন একজন শিয়া মুসলমান।#
source : abna24