বাঙ্গালী
Friday 3rd of May 2024
0
نفر 0

বুলগেরিয়ায় প্রচণ্ড ঠাণ্ডায় দুই শরণার্থী নারীর মৃত্যু

আবনা ডেস্ক: বুলগেরিয়ার গ্রামীণ পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠাণ্ডায় জমে অভিবাসন প্রত্যাশী দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় আবহাওয়া সত্ত্বেও অভিবাসন প্রত্যাশীরা ইইউভুক্ত দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে। শনিবার বুলগেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মালকো ত্রানোভোর কাছে
বুলগেরিয়ায় প্রচণ্ড ঠাণ্ডায় দুই শরণার্থী নারীর মৃত্যু

আবনা ডেস্ক: বুলগেরিয়ার গ্রামীণ পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠাণ্ডায় জমে অভিবাসন প্রত্যাশী দুই নারীর মৃত্যু হয়েছে।
রোববার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
প্রচণ্ড ঠাণ্ডায় আবহাওয়া সত্ত্বেও অভিবাসন প্রত্যাশীরা ইইউভুক্ত দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে। শনিবার বুলগেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মালকো ত্রানোভোর কাছে সীমান্ত পুলিশ ১১ শিশুসহ ১৯ জনের একটি শরণার্থী দলের সন্ধান পায়। এই দুই নারী ওই দলটির সঙ্গে ছিলো। এখনও তাদের পরিচয় জানা যায়নি।
রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রুমিয়ানা বাকভারোভা বেসরকারি টিভি চ্যানেলে ঘোষণা করেন, দুজন নারী মারা গেছে। এদের একজন তরুণী ও অপরজন মধ্যবয়সী। আমাদের সীমান্তরক্ষীরা তাদের সহায়তায় সম্ভাব্য সব ধরণের চেষ্টা করেছে। কিন্তু প্রচণ্ড ঠাণ্ডার কারণে ওই দুই নারী মারা যায়। এলাকাটি ছিল প্রচণ্ড রকমে শীতল। সেই সঙ্গে প্রবল বেগে বাতাস বইছিল এবং প্রায় ৩০ সেন্টিমিটার পুরু বরফে ঢাকা ছিল।
মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় যারা মারা গেছে তাদের একজনের বয়স ১৪ বছর থেকে ১৬ বছরের মধ্যে। অপর জনের বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
হাসপাতালের এক মুখপাত্র বার্তা সংস্থা ফোকাসকে জানিয়েছে, শিশুদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বয়স ৪ বছর থেকে ১৬ বছরের মধ্যে। প্রাপ্ত বয়স্কের দুইজনের অবস্থা গুরুতর।


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

জ্ঞান অর্জনের দায়িত্ব-কর্তব্য (১ম ...
মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক
যায় দিন ভালো, আসে দিন খারাপ!
মৃতের সংখ্যা ১০০ ছুঁতে পারে, ...
ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ...
ধরা পড়ল আইএসআইএলে প্রশিক্ষিত ...
চলে গেলেন আয়াতুল্লাহ শাহরুখি
শিকাগোতে কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার ...
নগরনো-কারাবাখে একতরফা ...
ইয়েমেনে হামলাকারী সৌদি সেনাদের ...

 
user comment