আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: তুরস্কের ফেলিসিটি পার্টির নেতা ইসলামি ঐক্যের বিরুদ্ধে গৃহীত সকল পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন: যারা শিয়াদের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা কেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ষড়যন্ত্রের বিষয়ে নিরব?
ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘কুদসের মুক্তি’ বিষয়ক সভায় বক্তৃতাকালে তুরস্কের ইসলামপন্থী ফেলিসিটি পার্টির প্রধান মোস্তাফা কামালাক তার বক্তব্যকে এ কথার মাধ্যমে শুরু করেন।
জায়নবাদী ইসরাইল এমন একটি খঞ্জর যা মুসলিম বিশ্বের বুকে বিধেছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন: কুদস মুক্ত হওয়া এবং মুসলমানদের সমস্যা নিরসনের জন্য ইসলামি ঐক্যের বিকল্প নেই।
জনাব কামালাক বলেন: বিশেষ কিছু দল, সাম্প্রদায়িক ও মাযহাবগত কিছু ইস্যু উত্থাপনের মাধ্যমে মুসলমানদের মাঝে বিভেদ-বিচ্ছেদ সৃষ্টির পায়তারা করছে। তাদের প্রধান উদ্দেশ্যে হচ্ছে শিয়া ও সুন্নি মাযহাবের অনুসারীদেরকে পরস্পরের বিরুদ্ধে উস্কে দেয়া এবং মুসলিম উম্মাহ’র মাঝে নেফাক সৃষ্টি করা।
তুরস্কের ফেলিসিটি দলের প্রধানের সংযোজন: আপনারা যারা বলেন যে, অমুক ব্যক্তি বা সমাজ সুন্নি নয় অতএব, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন, অথবা কোন ব্যক্তি বা সমাজকে শত্রু হিসেবে ঘোষণা দিয়ে থাকেন তাদের কাছে আমার প্রশ্ন ‘তাহলে কি ইসরাইল সুন্নি মাযহাবের অনুসারী’?!
মুসলিম উম্মাহ’র মাঝে বিভেদ সৃষ্টিকারীদের উদ্দেশ্যে তিনি বলেন: আপনারা যারা জায়নবাদী ইসরাইল থেকে আদেশ গ্রহণ এবং তাদের নির্দেশ বাস্তবায়ন করে থাকেন, যারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি, এরা কি সকলেই সুন্নি মাযহাবের অনুসারী?
তুরস্কের ফেলিসিটি দলের প্রধান মোস্তফা কামালাক এ সময় ইসলামি দেশসমূহের উন্নতির জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার প্রতি আহবান জানান।#
source : abna24