বাঙ্গালী
Monday 25th of November 2024
0
نفر 0

সন্ত্রাসীদের হাতে পৌঁছানোর আগে ইসরাইলি অস্ত্রের চালান আটক (ছবি)

সিরিয়ার সুওয়াইদা অঞ্চল থেকে জনগণের সহযোগিতায় একটি গাড়ীভর্তি অস্ত্র আটক করেছে সিরিয় কর্তৃপক্ষ।
সন্ত্রাসীদের হাতে পৌঁছানোর আগে ইসরাইলি অস্ত্রের চালান আটক (ছবি)
সিরিয়ার সুওয়াইদা অঞ্চল থেকে জনগণের সহযোগিতায় একটি গাড়ীভর্তি অস্ত্র আটক করেছে সিরিয় কর্তৃপক্ষ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিরিয়ার নিরাপত্তা বাহিনী, জায়নবাদী ইসরাইলে নির্মিত বিভিন্ন অস্ত্রের একট চালান সন্ত্রাসীদের হাতে পৌঁছানোর আগেই জব্দ করতে সক্ষম হয়েছে।

সুওয়াইদা প্রদেশের একটি এলাকা থেকে জনগণের সহযোগিতায় এ অস্ত্র উদ্ধারে সক্ষম হয় সিরিয় কর্তৃপক্ষ।

সুওয়াইদা প্রদেশের গভর্নরের কার্যালয়ের এক সূত্র বার্তা সংস্থা সানা’র প্রতিবদেককে জানিয়েছেন: আজ (গতকাল) সকালে বিপুল পরিমাণে অস্ত্রের একটি চালান আটক করা হয়েছে। চালানটি জায়নবাদী ইসরাইলের পক্ষ থেকে সন্ত্রাসী গ্রুপ দায়েশ (আইএসআইএল) ও নুসরাহ ফ্রন্টের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।

ঐ সূত্রে বর্ণনামতে চালানটিতে ইসরাইলে নির্মিত ৭টি এন্টি আর্মর রকেট, ৬২টি রকেট, আরপিজি’র ১২৭টি গোলা, ১২০ মিলি মিটারের ৪৩টি মোর্টার শেল, ৮২ মিটারের ৪২টি মোর্টার শেল এবং ২৩ মিলি মিটারের ১০০টি মেশিগানের বুলেট ছিল।

এ প্রতিবেদনের ভিত্তিতে, গত ২০ জানুয়ারিও একটি অস্ত্রের চালান সুওয়াইদা অঞ্চল থেকে জব্দ করা হয়। যা সিরিয়ায় বিভিন্ন অপরাধকর্মে লিপ্ত সন্ত্রাসী গ্রুপগুলোর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, জায়নবাদী ইসরাইলের সাথে দায়েশের সম্পৃক্ততার কথা ইতিপূর্বে গণমাধ্যমে ফাঁশ হওয়ার পর এ কথাও উল্লেখ করা হয়েছিল যে, সিরিয়ায় বিভিন্ন বর্বর অপরাধকর্মে লিপ্ত বিভিন্ন গ্রুপ দায়েশের সহযোগিতায় ইরাক ও সিরিয়া থেকে তেল উত্তোলন করে তা ইসরাইলে পাচার করে থাকে।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

আবনা : ইয়েমেন আগ্রাসীদের ...
সিরিয়া- লেবানন অভিন্ন সীমান্তে ...
বাহরাইনে ইমাম হোসাইন (আ.)এর ...
পশ্চিমবঙ্গে প্রবীণ খ্রিস্টান ...
মোরায় কক্সবাজারে দুই শতাধিক ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...
আনসারুল্লাহ'র দখলে সৌদি আরবের ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...
সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ...
মিলাদুন্নবী, জুমাতুল বিদা সহ ১৭ ...

 
user comment