বাঙ্গালী
Saturday 27th of July 2024
0
نفر 0

ইসলাম বিতর্ক বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত: প্রকাশকসহ তিনজনের রিমান্ড

আবনা ডেস্ক: ‘ইসলাম বিতর্ক’ শিরোনামে একটি বই প্রকাশের জন্য তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বইটির লেখক-প্রকাশকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। যাদের রিমান্ডে পাঠানো হয়েছে তারা হলেন প্রকাশনা সংস্থা ব-দ্বীপের মালিক ও সঙ্কলন গ্রন্থটির সম্পাদক শামসুজ্জোহা মানিক, ছাপাখা
ইসলাম বিতর্ক বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত: প্রকাশকসহ তিনজনের রিমান্ড

আবনা ডেস্ক: ‘ইসলাম বিতর্ক’ শিরোনামে একটি বই প্রকাশের জন্য তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বইটির লেখক-প্রকাশকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। যাদের রিমান্ডে পাঠানো হয়েছে তারা হলেন প্রকাশনা সংস্থা ব-দ্বীপের মালিক ও সঙ্কলন গ্রন্থটির সম্পাদক শামসুজ্জোহা মানিক, ছাপাখানা শব্দকলি প্রিন্টার্সের মালিক তসলিমউদ্দিন কাজল এবং ব-দ্বীপের বিপণন শাখার প্রধান শামসুল আলম।
সোমবার রাতে গ্রেপ্তারের পর তথ্য প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে চেয়ে আজ মঙ্গলবার আদালতে আবেদন করেন শাহবাগ থানার পরিদর্শক জাফর উল্লাহ বিশ্বাস।
তদন্ত কর্মকর্তার এই আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার তিনজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন।
এর মধ্যে শামসুজ্জোহা মানিককে পাঁচ দিন, তসলিকে দুদিন এবং শামসুলকে এক দিন হেফাজতে রাখতে অনুমতি দেয়া হয়েছে।
‘ইসলাম বিতর্ক’ বইটিতে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার উপাদান রয়েছে দাবি করে বাংলা একাডেমির মত নিয়ে সোমবার রাতে একুশের বইমেলায় ব-দ্বীপের স্টলটি বন্ধ করে দেয় পুলিশ।
এরপর রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রকাশনা সংশ্লিষ্ট ওই তিনজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।
সংম্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছেন , “গতকাল ৬ কপি বই জব্দ করা হয়েছিল, গ্রেপ্তারের সময় আরও ৭৫ কপি জব্দ করা হয়। আমরা পড়ে দেখেছি, বইটিতে সাংঘাতিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।”
এই বই প্রকাশের ক্ষেত্রে প্রকাশকের কোনো দুরভিসন্ধি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তথ্য প্রযুক্তি আইনে মামলার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “ওয়েবসাইটে এই বইটি অনলাইনে পাওয়া যাচ্ছে, তাই তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।”#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ ...
যুক্তরাষ্ট্রের আলবামায় গর্ভবতী ...
মুক্তি পেলেন বাহরাইনের শিয়া ...
এবার লন্ডনে মুসলি­র ওপর হাতুড়ি ...
নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলা: ...
ক্রাইস্টচার্চে হামলাকারীকে ...
ফুয়াহ ও কিফরিয়ার বাসিন্দারা ...
আইএসআইএল যুক্তরাষ্ট্রের সৃষ্টি
‘মুসলিম বিশ্বের বর্তমান ...
নাইজেরিয়ার শিয়াদের উপর ...

 
user comment