রাখাইন প্রদেশের মংডু শহরে অবস্থিত শতবর্ষী একটি ঐতিহাসিক মসজিদ ভেঙ্গে দিয়েছে মিয়ানমার সরকার।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মিয়ানমার সরকারের নির্দেশে দেশের রাখাইন প্রদেশের মংডু শহরে অবস্থিত শতবর্ষী একটি ঐতিহাসিক মসজিদ ভেঙ্গে দেওয়া হয়েছে।
ঐ অঞ্চল থেকে ইসলামি নিদর্শন মুছে ফেলার পরিকল্পনার আওতায় এ পদক্ষেপ নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
দেশের রাখাইন রাজ্যের মংডু শহরের অন্তবর্তী ‘দরগা’ গ্রামে মসজিদটি অবস্থিত। সরকারের নির্দেশে মসজিদটিকে পরিপূর্ণরূপে ভেঙ্গে ফেলা হয়েছে।
ঐ এলাকার অধিকাংশ বাড়ি-ঘর বাঁশ বা কাঠের তৈরী হলেও কয়েক বছর আগে ইট-সিমেন্ট দিয়ে সংস্কার করা হয় মসজিদটির।
রোহিঙ্গা বিষয়ক জনৈক কর্মী এ সম্পর্কে জানিয়েছেন: মসজিদটি আমার তৃতীয় পূর্বপুরুষ নির্মাণ করেছিলেন এবং এর বয়স ১ শত বছরেরও বেশী।
বলাবাহুল্য, মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় এ নাগাদ বহু মসজিদ ধ্বংস হয়েছে, যেগুলোর কিছু কিছুর বয়স ১০০ বছরেরও বেশী।#