আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-:গতকাল (বুধবার, ১৭ ফেব্রুয়ারি) ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে তুরস্কের রাজধানী আনকারা।
তুরস্কের জাতীয় নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আনকারায় অবস্থিত একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এ গাড়ী বোমা হামলা চালানো হয়।
তুরস্কের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, সামরিক বাহিনীর সদস্যদেরকে বহনকারী একটি বাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এ হামলায় ২৮ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছে।
তুরস্কের নিরাপত্তা বিষয়ক জনৈক কর্মকর্তার দাবি, পিকেকে সন্ত্রাসীরা এ বিস্ফোরণের সাথে জড়িত।
উল্লেখ্য, বিগত মাসগুলোতে তুরস্কের বিভিন্ন শহরে বোমা হামলার ঘটনা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। এ সকল হামলায় বহু লোক হতাহত হয়েছে।#