আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ১০টা ৪১ মিনিটে বঙ্গন্ধুর কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারতে যেয়ে মক্কার খতিব ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে সংরক্ষিত পরিদর্শন খাতায় অভিমত লেখেন।
মাজার পরিদর্শনের সময় মক্কার খতিবের সঙ্গে ছিলেন, গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও গওহরডাঙ্গা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা মুফতি রুহল আমিন, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জ্জা, সাবেক মেয়র ইলিয়াস হোসেন সরদার, মুফতি উসামা আমিন ও হাফেজ মিজানুর রহমানসহ স্থানীয় ধর্মীয় নেতারা।
খতিব শায়েখ ফাতহি মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফরে এসেছেন। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
টুঙ্গীপাড়া সফরকালে খতিব ফাতহি দক্ষিণবঙ্গের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ওয়াহাবি ও সালাফি চিন্তাধারার অধিকারীরা মাজার যেয়ারতকে হারাম কর্ম এবং মাজার যেয়ারতের কারণে অন্য মাযহাবের অনুসারীদের বিরুদ্ধে কাফের ফতওয়া দিয়ে থাকেন। এমনকি পবিত্র মদিনা শহরে অবস্থিত মহানবি হযরত মুহাম্মাদ (স.) সহ অনেক সাহাবী ও রাসূল (স.) এর আত্মীয় ও পরিবারের সদস্যদের মাজার যেয়ারতে বাধা প্রদান করেন সৌদি আরবের ওয়াহাবি আলেমরা।#
source : abna24