আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-:গতকাল ৪টি বোমার বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে দামেস্কের যায়নাবিয়া অঞ্চল।
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে রাসূল (স)-এর নাতনি এবং ইমাম হোসাইন (আ.)-এর বোন হযরত যায়নাব (আ.)-এর মাযারের কাছে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ৫০ জন শহীদ এবং বহু লোক আহত হয়েছে। তথ্য আল-মায়াদিন চ্যানেলের।
আহতদের কারো কারো অবস্থা আশংকাজনক হওয়ায় শহীদদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ নিজের বার্তা সংস্থা ‘আমাক’ মারফত এ হামলার দায় স্বীকার করেছে।
সিরিয় একটি চ্যানেল জানিয়েছে, যায়নাবিয়া অঞ্চলের ‘আত-তিন’ সড়কে একটি গাড়ীবোমা বিস্ফোরণ ছাড়াও অপর তিন আত্মঘাতী নিজেদেরকে এ সড়ক এবং আল-ফাতিমিয়াহ অঞ্চলে বিস্ফোরিত করেছে।
উল্লেখ্য, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরে গতকাল দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে হয়েছে। সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে ঐ বিস্ফোরণে ৫৭ জন শহীদ ও ১০০ ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে আইআরআইবি। ভয়াবহ এ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী দামেস্কে নতুন করে হামলা হলো।
গত ৩১ জানুয়ারি দামেস্কের একই স্থানে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে এবং তাতে ৬০ জনের বেশী লোক শহীদ হন। সে হামলারও দায়িত্ব স্বীকার করেছিল দায়েশ (আইএসআইএল)।#