আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিরিয়ার হোমস শহরের আয-যাহরা এলাকায় এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
সিরিয়ার অফিশিয়াল বার্তা সংস্থা কিছুক্ষণ পূর্বে এক সংবাদে হোমস শহরের আয-যাহরা এলাকার ৬০নং সড়কে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে। এ ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক সিরিয় হতাহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একইভাবে আল-মায়াদিন চ্যানেলও ঘটনাস্থল থেকে সরাসরি রিপোর্টে উল্লেখ করেছে: আয-যাহরা এলাকায় জোড়া বোমার বিস্ফোরণ ঘটেছে। যার একটি ছিল আত্মঘাতী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্টাফদেরকে বহনকারী বাস লক্ষ্য করে একটি বিস্ফোরণ ঘটানো হয়।
এ হামলায় ২০ জন শহীদ এবং অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল-আলাম চ্যানেল।
তবে হোমস শহরের গভর্নরের উদ্ধৃতি দিয়ে নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
টিভি ফুটেজে দেখা যায়, বোমা হামলার স্থলে ধ্বংসস্তুপের মধ্যে ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে আছে; পুড়ে যাওয়া গাড়ি ও কালো ধোঁয়ার কুণ্ডলিও দেখা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন ব্যক্তি বা দল এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বলাবাহুল্য, গত মাসে এই শহরেই একটি বোমা হামলার দায় স্বীকার করে আইএসআইএল। ওই হামলায় অন্তত ২৪ জন প্রাণ হারায়।#