আবনা ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইরানে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা বিরাজ করছে এবং জনগণ ইসলামী বিপ্লবের মূল ভিত্তিকে রক্ষার জন্য ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে নির্বাচনে অংশ নিয়ে আরেকটি বীরত্ব-গাঁথা রচনা করেছে।
তিনি গতকাল তেহরানের জুমা নামাজের খোতবায় নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান ও জনগণের বিপুল অংশগ্রহণের প্রশংসা করে এইসব মন্তব্য করেন।
জনাব সিদ্দিকি বলেছেন, ইরানে যেমন জনগণের প্রকৃত শাসন রয়েছে তেমনি দেশটির ইসলামী চরিত্র রক্ষা করছেন সর্বোচ্চ ইসলামী আইনবিদ বা ওলিয়ে ফকিহ হিসেবে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি নানা বিষয়ে যথাসময়ে জনগণকে সচেতন করছেন বলে তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব মন্তব্য করেন।
বিশ্বের বহু সরকার প্রজাতান্ত্রিক বলে দাবি করলেও বাস্তবে সেগুলো প্রজাতান্ত্রিক নয় এবং একমাত্র ইরানেই জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব-ভিত্তিক ইসলামী শাসন রয়েছে বলে জনাব সিদ্দিকি জানান।
তিনি বলেন, ইরানের শত্রুরা পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকে ইসলামী এই দেশটির ভেতরে প্রভাব সৃষ্টির চেষ্টা করছে। শত্রুরা ইরানের বিপ্লবী ও ইসলামী চরিত্রকে ঘুণে ধরা কাঠের মত ভেতর থেকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি সতর্ক করে দেন।
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি তাকওয়া বা খোদাভীতি অর্জনের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, এ জন্য প্রাত্যহিক কর্মসূচি নিতে হবে। হাদিসে প্রতিদিন মৃত্যুকে দশ বার স্মরণের কথা এসেছে বলে তিনি স্মরণ করিয়ে দেন। #
source : abna24