আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন খোরাসানে রাজাভি প্রদেশে সর্বোচ্চ নেতার প্রতিনিধি, অস্তানে কুদসে রাজাভীর মুতাওয়াল্লি এবং ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ ওয়ায়েজ তাবাসি। গতকাল (শুক্রবার ৪ মার্চ) ভোরে ৮০ বছর বয়সে ইরানের পবিত্র মাশহাদ শহরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আয়াতুল্লাহ ওয়ায়েজ তাবাসির জানাজা আজ (শনিবার, ৫ মার্চ) সকাল ৯টায় মাশহাদ শহরের হাশেমি নেজাদ স্ট্রীটে অবস্থিত ইমাম রেজা (আ.) গ্রন্থাগার ও হুসাইনিয়্যাহ (ইমামবাড়ি) থেকে উত্তোলিত হবে এবং ইমাম রেজা (আ.) এর মাজারে এসে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার দাফনের কাজ সম্পন্ন করা হবে।
আয়াতুল্লাহ ওয়ায়েজ তাবাসীর জানাজাতে অংশগ্রহণের সুবিধার্থে মাশহাদ জেলার সকল কার্যালয় ১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
হযরত আয়াতুল্লাহ ওয়ায়েজ তাবাসীর স্মরণে বিশেষ সভা আগামী কাল রোববার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ইমাম রেজা (আ.) এর মাজারে অনুষ্ঠিত হবে এতে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন রাশেদ ইয়াযদি।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর থেকেই মরহুম আয়াতুল্লাহ ওয়ায়েজ তাবাসী আস্তানে কুদস রাজাভি’র তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে আসছেন। ইমাম রেজা (আ.)’র মাজারসহ সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠান অস্তানে কুদস-এ রাজাভি’র নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) নিজে আয়াতুল্লাহ তাবাসিকে ওই পদে নিয়োগ দিয়েছিলেন।
আহলে বাইত (আ.) এর ধারার অষ্টম ইমাম হযরত রেজা (আ.)’র মাজার যেয়ারত করতে প্রতি বছর ইরানসহ সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান মাশহাদ সফর করেন। ৮১৮ খ্রিস্টাব্দে আব্বাসিয় খলিফা মামুন কর্তৃক বিষপ্রয়োগের ঘটনায় ইমাম রেজা (আ.) শাহাদত বরণ করেন।
উল্লেখ্য, আয়াতুল্লাহ তাবাসি ১৯৩৫ খ্রিস্টাব্দে মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শেষে মাত্র ১২ বছর বয়স থেকেই বিভিন্ন ধর্মীয় কেন্দ্রে অধ্যয়ন ও গবেষণা শুরু করেন তিনি।
এদিকে গতকাল (শুক্রবার) ইরানের বিশেষজ্ঞ পরিষদের এক বিবৃতিতে আয়াতুল্লাহ ওয়ায়েজ তাবাসির মৃত্যুতে ইরানের জনগণের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিতে ইমাম খোমেনী (রহ.)’র চিন্তাধারা সমুন্নত রাখা ও ইমাম রেজা (আ.) এর যায়েরদের (যিয়ারতকারী) প্রতি আন্তরিকতাপূর্ণ আতিথেয়তার জন্য আয়াতুল্লাহ তাবাসির বিদেহী আত্মাকে শ্রদ্ধাভরে সঙ্গে স্মরণ করা হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আয়াতুল্লাহ তাবাসির মৃত্যুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও ইরানের জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
এদিকে, ইমাম খোমেনী (রহ.)’র এই ঘনিষ্ঠ সঙ্গীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।#
source : abna24