আবনা ডেস্ক : ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের মোজতবা শহরের একটি জনাকীর্ণ মার্কেটে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় অন্তত ১০৭ জন নিহত হয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আল-খামিস মার্কেট সংলগ্ন একটি ব্যস্ত রেস্টুরেন্টেও হামলা চালায় সৌদি বাহিনী।
বাজারে আসা লোকজন সৌদি বিমান হামলা থেকে রক্ষা পাওয়ার আশায় এ মার্কেটে আশ্রয় নিয়েছিল। ইয়েমেনের সূত্রগুলো বলেছে, সৌদি বিমান থেকে তায়িজ প্রদেশের জাওয়াফ ও সানা প্রদেশেও হামলা চালানো হয়েছে। জবাবে জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ইয়েমেনের সেনারা জাওয়াফ এলাকায় সৌদি সেনাদের ওপর হামলা চালায়। এতে সৌদি জোটের বেশ কয়েকজন ভাড়াটে সেনা নিহত হয়। এর পাশাপাশি তায়িজ প্রদেশে সৌদি সেনাদের একজন কমান্ডার নিহত হয়েছে।
ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং আনসারুল্লাহ যোদ্ধাদরে নির্মূল করার লক্ষ্য নিয়ে গত বছরের মার্চ মাস থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ৯,০০০ মানুষ মারা গেছে কিন্তু দুই লক্ষ্যের একটিও অর্জন করতে পারে নি সৌদি সরকার।#
source : abna24