আবনা ডেস্ক : জার্মানির রাজধানী বার্লিনে মঙ্গলবার সকালে এক গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বার্লিনের পশ্চিমাঞ্চলীয় জেলা শার্লোটেনবার্গে ঘুরছিল গাড়িটি। এটি যখন সেখানকার সিটি সেন্টারের কাছ দিয়ে অতিক্রম করছিল তখনই বিস্ফোরণটি ঘটে।’
বার্লিন পুলিশের মুখপাত্র কার্সটেন মুলার বার্তা সংস্থা এপিকে জানান, বিস্ফোরণের ঘটনাটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে ঘটেছে। ঘটনার পরপরই এলাকাটিকে সিলগালা করে দেয়া হয়। পরে সেখানে বোমা নিষ্ক্রিয়করণ দল পৌঁছে। ভয়ে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বের হচ্ছেন না। তারা তাদের ঘরে জানালা বন্ধ করে রেখেছেন।
বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ কর্মকর্তা মিখায়েল মেরকেল বিবিসিকে বলেন, ‘আমরা এখনো ঘটনাটি নিয়ে কিছু বলতে পারছি না। আমরা তদন্ত শুরু করেছি মাত্র। তদন্তকারীরা এখানে এসেছেন। তারা গাড়িটি পরীক্ষা করে দেখবেন।’
source : abna24