আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গতবছরে ন্যায্য অধিকারের দাবীতে শান্তিপূর্ণ গণমিছিল থেকে ১ হাজার ৮৮৩ জন বাহরাইনিকে জোরপূর্বক আটক করা হয়েছে। আটককৃতদের মাঝে ২৩৭ শিশু ও ৩৪ জন নারীও রয়েছে।
এ তথ্য প্রকাশ করে বাহরাইনের মানবাধিকার বিষয়ক ঐ সংস্থা, সরকার বিরোধীদের আটকের নীতি বন্ধ করে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর জন্য বাহরাইন সরকার প্রতি আহবান জানিয়েছে।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে শুরু হওয়া জনগণের এ গণআন্দোলন সবসময়ই শান্তিপূর্ণ ছিল এবং আন্দোলনরত মানুষগুলো শুধু তাদের ন্যায্য অধিকারের দাবী জানিয়ে আসছে।#