আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: তিউনিশয়ার ৩২তম আন্তর্জাতিক গ্রন্থমেলায় অংশগ্রহণ করেছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।
এ গ্রন্থমেলা গত ২৩শে মার্চ (শুক্রবার) তিউনিশিয়ার প্রধানমন্ত্রী ‘হাবিব এসিদ’ ও সংস্কৃতিমন্ত্রী ‘সানিয়া মুবারাক’, ইরানি রাষ্ট্রদূত ‘হুজ্জাতুল ইসলাম ড. বুরুজেরদি এবং অন্যান্য দেশের রাষ্ট্রদূতগণের উপস্থিতিতে উদ্বোধন হয়।
তিউনিশিয়ার এ গ্রন্থমেলায় মাজমা’র স্টলে কুরআন ভিত্তিক শিক্ষা ও আহলে বাইত (আ.) সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ উপস্থাপন করা হয়েছে।
গ্রন্থমেলার পরিচালনা পর্ষদের প্রধান ‘আদেল খেদের’ ও ইরানি কালচারাল কাউন্সেলর ‘আসাদি মুওয়াহহেদ’ আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার স্টল পরিদর্শন করে এ গ্রন্থমেলায় সরব অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক এ সংস্থার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা, ইরানি কালচারাল সেন্টার এবং ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত সংস্কৃতি বিষয়ক প্রদর্শনী সংস্থা এ মেলায় অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল নাগাদ অব্যাহত থাকা এ গ্রন্থমেলায় ৩২টি দেশের বিভিন্ন প্রকাশনী কর্তৃক ১ লক্ষ ২৯ হাজার গ্রন্থ উপস্থাপিত হয়েছে। আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা গতবছরও এ মেলায় অংশগ্রহণ করেছিল।#