বাঙ্গালী
Wednesday 15th of May 2024
0
نفر 0

নিজেকে নবী দাবি করায় আসাদকে খুন করেছি

আবনা ডেস্ক : গত দু সপ্তাহ আগে যুক্তরাজ্যের গ্লাসগোতে নিজ দোকানের বাইরে খুন হয়েছিলেন আসাদ শাহ। তাকে খুন করার কথা স্বীকার করেছেন ওয়েস্ট ইয়র্কশায়ারের এক ট্যাক্সিচালক। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ট্যাক্সিচালক তানভির আহমেদ (৩২) বলেছেন
নিজেকে নবী দাবি করায় আসাদকে খুন করেছি

আবনা ডেস্ক : গত দু সপ্তাহ আগে যুক্তরাজ্যের গ্লাসগোতে নিজ দোকানের বাইরে খুন হয়েছিলেন আসাদ শাহ। তাকে খুন করার কথা স্বীকার করেছেন ওয়েস্ট ইয়র্কশায়ারের এক ট্যাক্সিচালক। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ট্যাক্সিচালক তানভির আহমেদ (৩২) বলেছেন, ওই দোকানী নিজেকে মহানবী (স.) দাবি করার কারণেই তিনি তাকে হত্যা করেছেন।
বুধবার গ্লাসগোর শেরিফ আদালতে ওই হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সেখানেই আসাদ শাহকে হত্যার দায় স্বীকার করেন ট্যাক্সিচালক তানভির। মক্কেলের পক্ষ নিয়ে তার আইনজীবী জানান, নিহত আলম শাহ মহানবী হজরত মোহাম্মদ (স.) সম্পর্কে বেপরোয়া বক্তব্য রাখছিলেন। এক পর্যায়ে তিনি নিজেকেই নবী হিসেবে দাবি করতে থাকেন। এ কারণেই তানভির তাকে খুন করেন। এছাড়া তাদের মধ্যে আর কোনো সমস্যা ছিল না।
আদালতে আত্মপক্ষ সমর্থন করে তানভির বলেছেন,‘পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা রয়েছে যে, মহানবী হচ্ছেন শেষ নবী এবং উনার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না।’ কিন্তু এই সত্যকে অস্বীকার করেছিল আলম। তিনি আরো বলেন,‘আমি যদি তাকে হত্যা না করতাম তবে এ নিয়ে বিশ্বে আরে অনেক খুনাখুনি হত।’
এর আগে খবর বেরিয়েছিল, নিজের ফেসবুকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার্নের শুভেচ্ছা জানানোর কারণেই আলমকে হত্যা করা হয়েছিল। কিন্তু এ অভিযোগ নাকচ করে দিয়ে তানভির বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীদের কোনো যোগসূত্র নেই।’ তার ভাষায়,‘আমি মহানবী মোহাম্মদ (স.) এর একজন অনুসারী। তবে যিশুর প্রতিও আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।’
বুধবার শুনানি শেষে তাকে ফের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। দিন কয়েক পর তাকে গ্লাসগো হাইকোর্টে তোলা হবে।
প্রসঙ্গত, আসাদ শাহ ছিলেন আহমাদিয়া সম্প্রদায়ের অনুসারী।


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ...
আমেরিকা হচ্ছে বলদর্পিতার মূর্ত ...
আয়াতুল্লাহ শাহরোখী স্মরণে ...
হিন্দু ও মুসলিমের মধ্যে বিয়ে কি ...
বিস্ময়কর কুরআন : গ্যারি মিলার- ...
কোরআন ও বিজ্ঞানের আলোকে ...
নারীদের বোকা বলে নিষিদ্ধ হলেন ...
সৌদি আরবের গ্রান্ড মুফতি কে? (পর্ব ...
স্কুলে হিজাব পরায় মার্কিন মুসলিম ...
সূরা ইউসুফ; (২৪তম পর্ব)

 
user comment