বাঙ্গালী
Wednesday 15th of May 2024
0
نفر 0

বাংলাদেশি যুবকের ওপর চড়াও ট্রাম্প-সমর্থক

আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রে খন্দকার উসামা নামে এক বাংলাদেশি যুবকের ওপর চড়াও হয়েছেন ট্রাম্পের এক সমর্থক। এ সময় বাংলাদেশি ওই দুই যুবককে কিল-ঘুষিও মারতে থাকেন। উসামা ও তাঁর হিস্পানিক সহপাঠীকে দেখে ক্ষিপ্ত ট্রাম্পের ওই সমর্থক বলেছেন, ‘এখানে কী
বাংলাদেশি যুবকের ওপর চড়াও ট্রাম্প-সমর্থক

আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রে খন্দকার উসামা নামে এক বাংলাদেশি যুবকের ওপর চড়াও হয়েছেন ট্রাম্পের এক সমর্থক। এ সময় বাংলাদেশি ওই দুই যুবককে কিল-ঘুষিও মারতে থাকেন।
উসামা ও তাঁর হিস্পানিক সহপাঠীকে দেখে ক্ষিপ্ত ট্রাম্পের ওই সমর্থক বলেছেন, ‘এখানে কী চাও, নিজের দেশে ফিরে যাও।’ তিনি বলেন, ‘ট্রাম্প তোমাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করবে।’
গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা বলেছেন উসামা।
উসামা যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উইচিটা স্টেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। উসামা জানান, গত শুক্রবার মধ্যরাতের পর এক অনুষ্ঠান থেকে ফেরার পথে খাবার কিনতে হিস্পানিক সহপাঠীকে নিয়ে তিনি দোকানে ঢোকেন। সেখানে তখন এক দরিদ্র আফ্রিকান-আমেরিকানকে খিস্তি করছিলেন শ্বেতাঙ্গ যুবক। উসামা ও তাঁর বন্ধুকে দেখে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। চিৎকার করে বলেন, ‘এখানে কী চাও, নিজের দেশে ফিরে যাও।’
উইচিটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের সহসভাপতি উসামা ওই সাক্ষাৎকারে বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে শ্বেতকায় যুবকটি তাঁদের দুজনের ওপর চড়াও হন ও কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় যুবকটি ‘ট্রাম্প, ট্রাম্প’ বলে চিৎকার করছিলেন। যুবকটি সদম্ভে ঘোষণা দেন, ‘ট্রাম্প তোমাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করবে।’ পুলিশ আসছে টের পেয়ে যুবকটি দ্রুত তাঁর মোটরসাইকেল নিয়ে কেটে পড়ে।
স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ...
আমেরিকা হচ্ছে বলদর্পিতার মূর্ত ...
আয়াতুল্লাহ শাহরোখী স্মরণে ...
হিন্দু ও মুসলিমের মধ্যে বিয়ে কি ...
বিস্ময়কর কুরআন : গ্যারি মিলার- ...
কোরআন ও বিজ্ঞানের আলোকে ...
নারীদের বোকা বলে নিষিদ্ধ হলেন ...
সৌদি আরবের গ্রান্ড মুফতি কে? (পর্ব ...
স্কুলে হিজাব পরায় মার্কিন মুসলিম ...
সূরা ইউসুফ; (২৪তম পর্ব)

 
user comment