আবনা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর ড. আতিউর রহমান তার বিদায়ী বক্তব্য দিয়েছেন। কথা বলেছেন ব্যাংকের রিজার্ভের টাকা চুরি নিয়ে। কথা বলেছেন তার কর্ম নিয়ে।
যে ঘটনার জন্য আজ এত কিছু। আসলে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা বুঝে উঠতে পারিনি। এই অ্যাটাক এটিএমে এসেছিল। এটা বোঝা যায়নি।
আজ (১৫ মার্চ) বিকেল ৩টায় গুলশানে নিজ বাসায় এ সংবাদ সম্মেলন করে এ কথা বলেন।
এর আগে রিজার্ভ অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৮’শ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগ করে ড. আতিউর রহমান।
অর্থ জালিয়াতির দু’মাসেও বিষয়টি গোপন রাখায় আরও বেশি সমালোচনার মুখে পড়েন তিনি। মন্ত্রণালয় কিংবা সরকারের দায়িত্বশীল কাউকে অবহিত না করে চলে যান দেশের বাইরে। আইএমএফ আয়োজিত গভর্নর সম্মেলনে যোগ দিয়ে গতকাল সোমবার বিকেলে দেশে ফেরেন তিনি।
source : abna24